আরোহী মিমের জুতা ছোড়ার ঘটনায় মুখ খুললেন শায়লা সাথী

সম্প্রতি শুটিং সেটে অভিনেত্রী আরোহী মিমের জুতা ছোড়ার ঘটনায় আলোচনার জন্ম দিয়েছেন অভিনেত্রী শায়লা সাথী। এই ঘটনার এক সপ্তাহ পর শায়লা সাথী নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে এর পেছনের আসল কারণ জানিয়েছেন।

‘ও আমার প্রতিদ্বন্দ্বী নয়’

শায়লা সাথী জানান, আরোহী মিম তার জুনিয়র। তিনি বলেন, “পেশায় ও আমার থেকে ভালো করছে এটা আমাদের দলের জন্য গর্ব। আমি ওর বয়সে অনেক স্ট্রাগল করেছি। আমার বয়স এখন ২৫। আমি দোয়া করি, আমার বয়সে ও জীবনে আরও সফল হবে। ওকে কখনও আমি হিংসা করিনি। কারণ ও আমার প্রতিদ্বন্দ্বী না। এখানে প্রতিটি শিল্পীই যার যার যোগ্যতায় কাজ করছে। কেউ কারো জায়গা নিতে পারে না।”

ঝামেলার আসল কারণ

ভিডিওতে শায়লা সাথী আরোহী মিমের সঙ্গে তার দুটি ঝামেলার কথা উল্লেখ করেন। প্রথম ঝামেলা হয়েছিল সেন্টমার্টিন ট্যুরে, যেখানে আরোহী তার ব্যক্তিগত কারণে শায়লা সাথীর সঙ্গে ঝামেলা করেছিলেন। তবে পরে আরোহী নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছিলেন এবং তারা আবারও একসঙ্গে কাজ করা শুরু করেন।

দ্বিতীয় ও বড় ঝামেলাটি তৈরি হয় ২০২৩ সালে যখন আরোহীর সঙ্গে মিরাজের বড় ধরনের দ্বন্দ্ব হয়। সেই সময় তাদের দলের বেশিরভাগ সদস্যই মিরাজকে সমর্থন করেন, এবং শায়লা সাথীও মিরাজকে সমর্থন করেন। শায়লা জানান, “ওই সময় নাটকে মিরাজের সঙ্গে কেউ কাজ করছিল না। তখন আমি ভাইবোনের একটি গল্প লিখি, দলকে দিই। এরপর সে নাটকে আমরা অভিনয়ও করি। এ কাজটা আমি সঠিক মনে করেছি বলেই করেছি। এটা কি আমার দোষ?” ব্যক্তিগত বিষয় হওয়ায় তিনি আর এই বিষয়ে কথা বাড়াতে চাননি।