অভিনেতা স্বাধীন খসরু সম্প্রতি তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের একজন নারী উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর মন্তব্য সম্বলিত একটি ভিডিও পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়, এবং তার এই মন্তব্যে নেটিজেনদের পাশাপাশি নাট্যাঙ্গনের অনেকেও ক্ষোভ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) প্রকাশিত স্বাধীন খসরুর এই বক্তব্যে নাট্যাঙ্গনের মানুষ বিস্মিত ও হতাশ হয়েছেন। তাদের মতে, একজন শিল্পীর কাছ থেকে এ ধরনের অশালীন মন্তব্য কোনোভাবেই কাম্য নয়, কারণ শিল্পীরা সমাজের জন্য ইতিবাচক বার্তা দেন।
বর্তমানে তার এই ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই বলছেন, ব্যক্তিগত মতামত প্রকাশের স্বাধীনতা থাকলেও নারীর প্রতি অপমানজনক এবং আপত্তিকর ভাষা ব্যবহার করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ ঘটনায় অনেকেই স্বাধীন খসরুকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনার দাবিও তুলেছেন।
এই বিষয়ে এখন পর্যন্ত অভিনেতা নিজে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।