ওয়েব সিরিজ 'আকা'-র ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে এসে মজার এক গল্প শোনালেন অভিনেতা আফরান নিশো, যা শুনে অনুষ্ঠানে উপস্থিত সবাই হেসে ওঠেন।

সোমবার বিকেলে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে ট্রেলার লঞ্চিং অনুষ্ঠানে নিশো বলেন, "আপনারা সবাই জানেন, আমার একটা বউ, যার নাম তৃষা এবং একটাই ছেলে সন্তান আমার। ওর নাম নির্ভান।"

এরপরই তিনি তার পোষা বিড়ালের গল্প বলতে শুরু করেন। তিনি জানান, তার বাসায় তিনটি বিড়াল আছে। একটি ছেলে বিড়াল, যার নাম স্লেসি, আর বাকি দুটি তার গার্লফ্রেন্ড। তাদের নাম টুইংকি এবং বাউন্টি। স্লেসি দুই গার্লফ্রেন্ডকেই সময় দেয়। কিন্তু টুইংকি ও বাউন্টি সারাক্ষণ স্লেসিকে নিয়ে ঝগড়া করে, যার কারণে মাঝে মাঝে তিনি বিপদে পড়েন।

এই গল্পটি শুনে অনুষ্ঠানে উপস্থিত সবার মধ্যে হাসাহাসি শুরু হয়। এই ভিডিওটি সামাজিক মাধ্যমে আসার পর অনেকেই নিশোর এই বিড়ালের গল্পটিকে শাকিব খানের ব্যক্তিগত জীবনের সঙ্গে মিলিয়ে মন্তব্য করছেন।

ভিকি জাহেদ পরিচালিত 'আকা' সিরিজটি আগামী ৪ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাবে। এতে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা।