টালিউডের আলোচিত জুটি নুসরাত জাহান ও অঙ্কুশ হাজরার একসময়ের গভীর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সম্পর্ক এবং বর্তমান ঠান্ডা লড়াই প্রসঙ্গে নীরবতা ভেঙেছেন অভিনেত্রী নুসরাত।

একসময় নুসরাত-অঙ্কুশকে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেত, যা ইন্ডাস্ট্রিতে তাদের সম্পর্কের কথা 'ওপেন সিক্রেট' করে তুলেছিল। অনেকেই ভেবেছিলেন তাদের সম্পর্ক পরিণতি পাবে, কিন্তু হঠাৎ করেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর থেকে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এমনকী, অঙ্কুশকে বিভিন্ন সময় নুসরাতকে কটাক্ষ করতেও দেখা গেছে।

'আমার শিক্ষাদীক্ষা এটা নয়'

সম্প্রতি অঙ্কুশ অভিনীত 'রক্তবীজ ২' ছবিতে নুসরাত একটি আইটেম গানে নেচেছেন। এই সুযোগে নুসরাতকে অঙ্কুশের সঙ্গে তার ঠান্ডা লড়াই নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে নুসরাত কিছুটা বিরক্ত হয়ে বলেন, "আমি কখনও বলেছি? আমরা একসঙ্গে অনেকগুলো সিনেমা করেছি এবং আমি সেই কাজকে সম্মান করি। সেই সময় আমরা খুব ভালো বন্ধু ছিলাম। আমাকে নিয়ে উলটো দিক থেকে কেউ কিছু বললে, আমার সে বিষয়ে কিছু বলার নেই। তবে এটা আমার শিক্ষাদীক্ষা নয় যে, আমি কারও ব্যাপারে মনে এত নেগেটিভিটি ধরে বসে থাকব।"

ব্যক্তিগত জীবন ও নতুন সম্পর্ক

নুসরাত ২০১৯ সালে নিখিল জৈনকে বিয়ে করেন। এরপর নিখিলের সঙ্গে বিচ্ছেদ হয়ে তিনি অভিনেতা যশ দাশগুপ্তকে বিয়ে করেন। ২০২১ সালে তাদের পুত্রসন্তান ঈশানের জন্ম হয়। তাদের সম্পর্ক এবং সন্তান জন্ম দেওয়া নিয়ে সেসময় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। সম্প্রতি যশ-নুসরাতের সম্পর্কেও দূরত্ব তৈরি হয়েছে বলে গুঞ্জন শোনা যায়।

অন্যদিকে, নুসরাতের সঙ্গে বিচ্ছেদের পর অঙ্কুশ অভিনেতা ঐন্দ্রিলা সেনের সঙ্গে দীর্ঘ দিন ধরে সম্পর্কে রয়েছেন।