ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় ভারতীয় টেলিভিশন অভিনেতা আশিস কাপুর। ভুক্তভোগী এক নারীর অভিযোগের ভিত্তিতে পুনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, ইনস্টাগ্রামে পরিচয়ের সূত্র ধরে আশিস ওই নারীকে তার এক বন্ধুর বাড়িতে একটি হাউস পার্টিতে আমন্ত্রণ জানান। গত ২ আগস্ট সেই পার্টিতেই একটি শৌচাগারের ভেতর তাকে আটকে রেখে নির্যাতন করা হয়। এই ঘটনার প্রায় ৯ দিন পর, ১১ আগস্ট, ভুক্তভোগী নারী দিল্লির সিভিল লাইন্স থানায় আশিসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও পুলিশের তদন্ত

প্রাথমিকভাবে ওই নারী অভিযোগ করেন যে, আশিসসহ অজ্ঞাতপরিচয় কয়েকজন মিলে তাকে ধর্ষণ করেছেন। এরপরই পুলিশ আশিসসহ অন্যদের খোঁজা শুরু করে। পুনে নর্থের পুলিশ কর্মকর্তা রাজা বান্থিয়া জানান, অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই আশিস পালিয়ে বেড়াচ্ছিলেন। প্রথমে তিনি গোয়াতে যান, এরপর সেখান থেকে পুনেতে যান, যেখানে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়।

তবে এই মামলার তদন্তে কিছু অসংগতি দেখা গেছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী প্রথমে বলেছিলেন যে আশিসের আয়োজিত পার্টিতে অন্য দুজন তাকে ধর্ষণ করে। কিন্তু ৭ দিন পর, ১৮ আগস্ট, তিনি তার বয়ান পরিবর্তন করে জানান যে, আশিস একাই তাকে ধর্ষণ করেছেন।

বর্তমানে, পুলিশ প্রাথমিকভাবে গণধর্ষণের মামলা রুজু করেছে। আশিসকে জিজ্ঞাসাবাদের পর ঘটনার বিস্তারিত জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

আশিস কাপুর ভারতীয় টেলিভিশন সিরিয়ালের একজন পরিচিত মুখ। তিনি 'লাভ ম্যারেজ', 'প্রতিজ্ঞা ২', 'নন্দিনী' এবং 'ইয়ে রিস্তা ক্যা কেহেলতা হ্যায়' এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি লাভ করেন।