বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সদস্য বাদল আহমেদ সোমবার (২৫ আগস্ট) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশের বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।
বাদল আহমেদ দীর্ঘদিন সাপ্তাহিক 'প্রতিচিত্র' পত্রিকায় কাজ করেছেন। তিনি বিজয় টেলিভিশনের বার্তা সম্পাদক এবং সর্বশেষ 'দৈনিক আমার বার্তা'-তে বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তিনি তার সামাজিক মাধ্যমে লিখেছেন, “বাদল আহমেদ। বিনোদন সাংবাদিকতার জগতে একজন পথিকৃৎ আবেগী মানুষ। আমার ছোট্ট ক্যারিয়ারে অনেক বিশাল গল্পের একজন জ্বলন্ত সাক্ষী ছিলেন। বাদল ভাই, আপনার মৃত্যুতে শোকাহত অনেক। বিনম্র শ্রদ্ধা। আপনার আত্মার শান্তি কামনা করি। আমিন...।”
বাদল আহমেদ বাচসাসের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সহ-সভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।