বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি এবার ভিন্ন কারণে আলোচনায় এলেন। ভারতের পশ্চিমবঙ্গে তার নামেই তৈরি হচ্ছে একটি নতুন ভৌতিক সিনেমা ‘পরীমণি’। তবে এটি একেবারেই কাকতালীয়, বাংলাদেশের এই অভিনেত্রীর সঙ্গে ছবিটির কোনো সম্পর্ক নেই।

ভারতীয় সংবাদমাধ্যম 'আজকাল'-এর প্রতিবেদন অনুযায়ী, আসন্ন দীপাবলি উপলক্ষে ছবিটি আগামী অক্টোবরে মুক্তি পাবে। এটি যৌথভাবে পরিচালনা করেছেন সিদ্ধার্থ চক্রবর্তী ও সৌভিক দে।

নির্মাতাদের দাবি, ‘পরীমণি’ শুধু একটি ভয়ের গল্প নয়, বরং সমাজের লুকানো সত্য উন্মোচনের এক প্রচেষ্টা। ছবির কেন্দ্রে রয়েছে 'পরী' নামে এক কিশোরী, যার সাধারণ জীবনের আড়ালে অতীতে লুকিয়ে আছে ভয়, অপরাধ, ভালোবাসা এবং দায়বদ্ধতার নানা অধ্যায়। অতিপ্রাকৃতিক আবহের মধ্য দিয়েই ধীরে ধীরে সেই অজানা কাহিনি উন্মোচিত হবে।

পরিচালক সৌভিক দে বলেন, “প্রথমে ‘পরীমণি’ ছিল কেবল একটি হরর কনসেপ্ট। কিন্তু কাজ এগোতে এগোতে বুঝলাম, ভয়টাই আসল বিষয় নয়। সমাজের যে গভীর অন্ধকার আমরা প্রতিদিন এড়িয়ে যাই, সেই আবরণ ভেদ করে সত্য তুলে ধরাই হবে সিনেমার উদ্দেশ্য।”

এই ছবিতে তনুশ্রী চক্রবর্তী 'পরী'র মায়ের চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও, ছবিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, প্রজ্ঞা গোস্বামী সহ আরও অনেকে। ছবিটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং এখন মুক্তির প্রস্তুতি চলছে।