টলিউডের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত তার স্ত্রী নীলাঞ্জনার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন। যদিও তিনি সরাসরি বিচ্ছেদের বিষয়টি স্বীকার করেননি, তবে ইঙ্গিতপূর্ণভাবে জানিয়েছেন যে সম্পর্কের টানাপোড়েন থাকলেও তিনি তার স্ত্রীর পাশে থাকবেন।

দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল যে যীশু ও তার স্ত্রী, মডেল ও প্রযোজক নীলাঞ্জনা আলাদা থাকছেন। তাদের দুই মেয়ে সারা ও জারাকে নিয়ে নীলাঞ্জনা এখন আলাদা থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একে অপরকে আনফলোও করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে যীশু বলেন, "এটা হতেই পারে যে দুজন মানুষ একসঙ্গে থাকতে পারছে না। হয়তো কোথাও মতের অমিল বা টানাপোড়েন তৈরি হয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে আমি মানুষটার বিরুদ্ধে চলে যাব। আমি বিশ্বাস করি, সে যদি কোনো সমস্যায় পড়ে, আমি তার পাশে থাকব।"

তিনি আরও বলেন, "বাইরে থেকে অনেকে অনেক ধারণা করেন। তবে একটা কথাই বলব—বইয়ের প্রচ্ছদ দেখে বইয়ের ভেতরটা বিচার করতে যাবেন না।"

যীশু স্পষ্ট জানিয়ে দেন যে তিনি তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কখনোই প্রকাশ্যে কথা বলবেন না। তিনি বলেন, "কিছু ব্যক্তিগত কারণে আমি এই বিষয়ে কথা বলতে চাই না। তবে কাছের কিছু মানুষের সঙ্গে আমি বিষয়টি নিয়ে আলোচনা করেছি, নাহলে হয়তো ভেঙে পড়তাম। কিন্তু তাদেরও বলে দিয়েছি, যদি কেউ এই নিয়ে বাইরে কথা বলেন, তাহলে তাদের সঙ্গে আমার সম্পর্ক থাকবে না।"

উল্লেখ্য, কয়েকমাস আগে যীশু তার ইনস্টাগ্রাম থেকে বড় মেয়ে সারাকে আনফলো করেছিলেন, যদিও তার অ্যাকাউন্টে এখনও সারার ছবি দেখা যায়। ব্যক্তিগত জীবনে এমন টানাপোড়েন চললেও, কাজের দিক থেকে যীশু অত্যন্ত ব্যস্ত। সম্প্রতি তিনি সৌরভ দাসের সঙ্গে একটি প্রযোজনা সংস্থা খুলেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি এখন পরিচালনাতেও মনোযোগ দিচ্ছেন।