অভিনেতা দেব এবং অভিনেত্রী শুভশ্রীর সম্পর্ক নিয়ে টলিউডে আবারও বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি দেবের একটি মন্তব্যের জেরে শুভশ্রী ও তার ভক্তরা ক্ষুব্ধ হন। তবে এবার সেই বিতর্কের অবসান ঘটিয়েছেন দেব নিজেই।
সম্প্রতি, দেবকে প্রশ্ন করা হয়েছিল যে যদি তার প্রযোজনা সংস্থা আবার ‘ধূমকেতু’ ছবিটি তৈরি করত, তাহলে তিনি কি শুভশ্রীকে নায়িকা হিসেবে নিতেন? উত্তরে তিনি বলেছিলেন যে শুভশ্রী এখন দুই সন্তানের মা, তাই হয়তো তার মুখের আগের মতো সারল্য নেই। এই মন্তব্যে শুভশ্রী ও তার ভক্তরা আহত হন এবং দেবের সমালোচনা শুরু হয়।
হিন্দুস্তান টাইমস-এর সূত্র অনুযায়ী, এর জবাবে শুভশ্রী বলেছিলেন যে, ২০২৫ সালে দাঁড়িয়ে এমন অসম্মানজনক মন্তব্য দুঃখজনক। তিনি বলেন, “আমি চরিত্র করতে কখনও আপত্তি করি না, তবে সহশিল্পীর সঙ্গে ছবির প্রচারে এসে এমন মন্তব্য মেনে নেওয়া যায় না।”
দেব-এর ব্যাখ্যা তীব্র সমালোচনার পর দেব এবার একটি সাক্ষাৎকারে পুরো বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি বলেন, "আমার মনে হয় শুভশ্রী যেটা বলেছে সেটা ভালোবাসা থেকেই এসেছে। পুরো প্রচারণার সময় আমি তাকে সুপারস্টারের মতোই সম্মান দিয়েছি।"
তিনি আরও স্পষ্ট করে জানান, “আমি কোথাও বলিনি যে ওর মা হওয়ার কারণে সারল্য নেই। আমি বলেছিলাম, আমাকেও আগের মতো দেখায় না, তাই আমাকেও হয়তো কাস্ট করা হতো না। বিষয়টি ভুলভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি বরাবর চেয়েছি শুভশ্রী যেন সম্মানিত হয়।”
দেব জানান, বিতর্কিত সাক্ষাৎকারের পর তিনি নিজেই শুভশ্রীকে ফোন করে জানতে চেয়েছিলেন তার খারাপ লেগেছে কিনা। যদিও শুভশ্রী বলেছিলেন যে কোনো সমস্যা নেই, তবুও দেব তাদের সম্পর্ক অটুট রাখতে চেয়েছেন। তিনি বলেন, “আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। বাইরের মানুষ অনেক কথা বলতে পারে, কিন্তু কাছের মানুষ যদি কষ্ট পায়, তখনই আসল ব্যথা লাগে। আমি সবসময় শুভশ্রীর ভালো চাই।”
প্রসঙ্গত, ১০ বছর আগে শুটিং করা ‘ধূমকেতু’ ছবির মাধ্যমে দেব-শুভশ্রী জুটি দীর্ঘ সময় পর বড় পর্দায় ফিরেছেন এবং ছবিটি এখনো প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে চলছে।