তারকাদের ব্যক্তিগত জীবন মানেই বাড়তি কৌতূহল, আর সেই কৌতূহল থেকেই জন্ম নেয় নানা গুঞ্জন। সম্প্রতি সেই আলোচনার কেন্দ্রেই ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। গত বছর ছেলে শেহজাদ খান বীর ও শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরের পর থেকেই তাকে ঘিরে দ্বিতীয়বার মা হওয়ার জল্পনা শুরু হয়। দেশে ফেরার পর পোশাক ও চলাফেরার পরিবর্তন নিয়ে নেটিজেনদের নানা মন্তব্য সেই গুঞ্জন আরও উসকে দেয়। বারবার প্রশ্নের মুখে পড়লেও এ বিষয়ে স্পষ্ট কোনো উত্তর না দিয়ে ‘পরে কথা হবে’ বলেই এড়িয়ে গেছেন তিনি।
তবে কেন এই নীরবতা, সেটার ব্যাখ্যা এবার নিজেই দিলেন বুবলী। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি জানান, গুজব আর নেতিবাচক মন্তব্য সামলানোর ক্ষেত্রে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা শাকিব খান। তার ভাষায়, এই নীরব থাকার কৌশলটি তিনি শিখেছেন বীরের বাবার কাছ থেকেই। বুবলী বলেন, শাকিব সব সময় তাকে বুঝিয়েছেন যে সব প্রশ্নের উত্তর দিতে হয় না, কাজই শেষ পর্যন্ত নিজের কথা বলে।
বুবলীর বিশ্বাস, সব প্রশ্ন বা মন্তব্যের পেছনে সদিচ্ছা থাকে না। অনেক ক্ষেত্রেই হিংসা বা হতাশা থেকে নেতিবাচক কথা ছড়ানো হয়। সেসবের জবাব দিতে গেলে নিজের কাজেই মনোযোগ নষ্ট হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ বাণিজ্যের জন্য গুজব ছড়ানোর প্রবণতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বুবলীর মতে, এখন অনেকের কাছেই ভিউই ব্যবসা, আর ইতিবাচক খবর ততটা মনোযোগ পায় না বলেই ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও নেতিবাচক বিষয় ছড়ানো হয়। এমনকি এআই ব্যবহার করে ভুয়া ভিডিও বানানোর প্রবণতাকেও তিনি উদ্বেগজনক বলে মনে করেন এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
এর আগেও অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে প্রশ্ন উঠলে বুবলী জানিয়েছিলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য সঠিক সময় ও উপলক্ষ দরকার। শাকিব খানের পরামর্শ মেনে নেওয়া এই নীরবতাই এখন ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।