দীর্ঘ ১০ বছর পর দেব ও শুভশ্রী গাঙ্গুলী জুটি বেঁধে পর্দায় ফিরেছেন তাদের চলচ্চিত্র ‘ধূমকেতু’-র মাধ্যমে। ছবিটি বক্স অফিসে সাফল্য পেলেও দেবের একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়, যদি ছবিটি ২০২৫ সালে তৈরি হতো, তবে তিনি শুভশ্রীকেই নায়িকা হিসেবে বেছে নিতেন কিনা। জবাবে দেব বলেন, শুভশ্রী এখন দুই সন্তানের মা হওয়ায় তার মুখের “নিষ্পাপ ভাব ও সারল্য” নষ্ট হয়ে গেছে। তাই তিনি তাকে নায়িকা হিসেবে নয়, বরং কোনো পার্শ্ব চরিত্রে কাস্ট করতেন। দেবের এই মন্তব্যে টালিউডে বিতর্কের ঝড় উঠেছে।
দেবের এমন মন্তব্যে শুভশ্রী ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “কী বলি? একজন সংবেদনশীল মানুষ কীভাবে এমন কথা বলতে পারে, আমি জানি না। আমার পার্শ্ব চরিত্রে অভিনয় করতে কোনো সমস্যা নেই। আমি ‘সন্তান’ করেছি, আমার কাছে চরিত্রটাই আসল। কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়ে একজন নায়ক যিনি আমার সঙ্গে ছবির প্রচার করছেন, তিনি যদি এমন অসম্মানজনক মন্তব্য করেন, সেটা মানা কঠিন।”
এরপর সাংবাদিকদের প্রশ্নে দেব-শুভশ্রীকে আবারও একসঙ্গে বড়পর্দায় দেখার সম্ভাবনা নিয়েও শুভশ্রী কড়া সুরে বলেন, “বাবা, আমি এসব জানি না। আমি তো মা হয়ে গেছি, মুখে সারল্য নেই।”
উল্লেখ্য, দেব ও শুভশ্রী একসময় বাস্তব জীবনেও সম্পর্কে ছিলেন। বিচ্ছেদের পরও তারা একসঙ্গে ‘ধূমকেতু’ চলচ্চিত্রে কাজ করেছিলেন। সেই জুটি নিয়েই এখন নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।