দুরন্ত টিভির ৩৪তম সিজন শুরু হতে যাচ্ছে নতুন চমক আর বৈচিত্র্যময় আয়োজন নিয়ে। এই সিজনে থাকছে একেবারে নতুন অনুষ্ঠান, জনপ্রিয় দেশি-বিদেশি কার্টুন সিরিজ, নাটক, পাপেট শো ও নানা ধরনের শিশুতোষ আয়োজন। পাশাপাশি ‘দুরন্ত সিনেমা’ সময়ে প্রচারিত হবে দেশি ও বিদেশি জনপ্রিয় সিনেমাও।
নতুন সিজনে যুক্ত হচ্ছে কুইজ শো ‘দুরন্ত মেধাবী’, কার্টুন সিরিজ জিগি অ্যান্ড দ্য জুট্রাম, ভিক দ্য ভাইকিং, হাইডি, ট্রি ফু টম, বিগ অ্যান্ড স্মল, মীয়া অ্যান্ড মি, দ্য স্মার্ফস, PINY ইন্সটিটিউট অফ নিউ ইয়র্ক, কোকোনাট দ্য লিটল ড্রাগন, মায়া দ্য বী, ল্যাসি। এছাড়া নাটক ‘এলাটিং বেলাটিং’, পাপেট নাটক ‘বর্ণমালার ঘর’, ‘অবাক করা গাছের দেশে’ এবং অনুষ্ঠান ‘কাট্টুস কুট্টুস’, ‘দুরন্ত সময়’, ‘দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন’ থাকছে নিয়মিত আয়োজনে।
দুরন্ত মেধাবী
দুরন্ত টিভিতে আসছে নতুন কুইজ শো ‘দুরন্ত মেধাবী’। সারা দেশ থেকে বাছাই করা মেধাবী শিশুদের অংশগ্রহণে ২৬ পর্বের এই অনুষ্ঠান সাজানো হয়েছে। এখানে প্রতিযোগীদের মুখোমুখি হতে হবে ৫টি চ্যালেঞ্জিং রাউন্ডের। প্রতিটি রাউন্ডে থাকবে তিনটি করে প্রশ্ন, যেখানে মেধা, বুদ্ধি ও ধাঁধার নানা চ্যালেঞ্জের পাশাপাশি শোনা যাবে প্রতিযোগীদের মজার সব গল্প।
অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জামাল হোসেন আবির এবং সঞ্চালনায় রয়েছেন পার্থ প্রতিম হালদার। ‘দুরন্ত মেধাবী’ প্রচার শুরু হবে ৩০ জানুয়ারি থেকে, প্রতি শুক্র ও শনিবার দুপুর ১২টা এবং রাত ৯টায়।
বর্ণমালার ঘর
দর্শকপ্রিয় পাপেট শো ‘বর্ণমালার ঘর’ আবার ফিরছে দুরন্ত টিভিতে। জিতলেই থাকছে আকর্ষণীয় পুরস্কার এবং পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ। মূল আকর্ষণ মেগা পুরস্কার, যা জিততে হলে প্রতিযোগীদের খেলতে হবে ‘হাই রিস্ক’ চূড়ান্ত রাউন্ডে।
একটি পাপেট পরিবার ও তাদের আশপাশের মানুষের গল্পের মধ্য দিয়ে শিশুরা শিখবে বাংলা বর্ণমালা। গল্পে গল্পে থাকছে বর্ণমালা নিয়ে গান, অ্যানিমেশন এবং অক্ষর দিয়ে অরিগ্যামির মজার আয়োজন। পাপেটদের পাশাপাশি এতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, চিত্রলেখা গুহ, আনন্দ খালেদ, আনোয়ারুল আলম সজল ও রোকসানা রুমা।
অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। ‘বর্ণমালার ঘর’ প্রচার শুরু হবে ২৫ জানুয়ারি থেকে, রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে ও রাত ৯টা ৩০ মিনিটে।
মীয়া অ্যান্ড মি
কিশোরী মীয়া জন্মদিনে বাবার কাছ থেকে পায় একটি জাদুকরী বই ও একটি ব্রেসলেট। বইটি পড়ে সে জানতে পারে পরীর রাজ্য সেন্টোপিয়া সম্পর্কে, আর ব্রেসলেটের সাহায্যে সে পৌঁছে যায় সেই রাজ্যে। সেখানে তার বন্ধুত্ব হয় ফুডেল, ইউকো ও রাজপুত্র মো’র সঙ্গে। তবে সেন্টোপিয়ায় রয়েছে দুষ্টু ডাইনী গারগোনাও। মীয়ার নানা রোমাঞ্চকর অভিযানের গল্প নিয়েই কার্টুন সিরিজ ‘মীয়া অ্যান্ড মি’।
দুরন্ত টিভিতে সিরিজটি শুরু হচ্ছে ২৫ জানুয়ারি থেকে, রবি থেকে বৃহস্পতিবার দুপুর ২টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
PINY ইন্সটিটিউট অফ নিউ ইয়র্ক
চৌদ্দ বছরের মিশেল ছোটবেলা থেকেই ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখে। একদিন সে শহরের নামকরা ফ্যাশন স্কুল PINY ইন্সটিটিউট অফ নিউ ইয়র্ক থেকে স্কলারশিপ পায় এবং সেখানে ভর্তি হয়। নতুন বন্ধুদের সঙ্গে শুরু হয় তার স্বপ্নের যাত্রা। তবে ক্লাসের কিছু দুষ্টু মেয়ের ঈর্ষা ও ষড়যন্ত্রের মুখেও পড়তে হয় তাকে। নিজের বুদ্ধি, মেধা ও সাহস দিয়ে মিশেল সব বাধা জয় করে নেয়।
মিশেল ও তার বন্ধুদের গল্প নিয়ে তৈরি এই কার্টুন সিরিজের কণ্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ রাজীব। সিরিজটি প্রচার শুরু হবে ৩০ জানুয়ারি থেকে, প্রতি শুক্র ও শনিবার সকাল ৯টা ও বিকাল ৫টায়।
দুরন্ত সময় সিজন ৩
দুরন্ত টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘দুরন্ত সময়’ ফিরছে তৃতীয় সিজনে, নতুন ব্যায়াম আর আরও মজার আয়োজন নিয়ে। ছোট বড় সবার অংশগ্রহণে ছড়া ও গানের তালে সহজ ব্যায়াম, শিশুদের উপযোগী যোগব্যায়াম, ক্রাফট, ছবি আঁকা, মুখোশ তৈরি এবং অতিথিদের মজার গল্পে সাজানো এই অনুষ্ঠান। কখনো কখনো সেই গল্পগুলোয় অভিনয় করতেও দেখা যাবে শিশুদের।
অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। ‘দুরন্ত সময় সিজন ৩’ প্রচারিত হবে ২৫ জানুয়ারি থেকে, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ও রাত ৯টায়।
সব মিলিয়ে দুরন্ত টিভির ৩৪তম সিজন শিশুদের জন্য নিয়ে আসছে শিক্ষামূলক, বিনোদনমূলক ও আনন্দঘন এক পূর্ণাঙ্গ আয়োজন।