দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকাল (২০ ডিসেম্বর) থেকে আবারও পর্দায় ফিরল সবার প্রিয় দ্যা গ্রেট ইন্ডিয়ান কপিল শো। চতুর্থ সিজনের প্রথম পর্বেই অতিথি হিসেবে হাজির হয়ে ধামাকা দিলেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। গতকালকের এই বিশেষ পর্বে প্রিয়াঙ্কা ও কপিল শর্মা-র খুনসুটি আর হাসাহাসিতে রীতিমতো উত্তাল ছিল পুরো সেট।
আড্ডার এক পর্যায়ে প্রিয়াঙ্কা তার সাবলীল ইংরেজিতে কথা বলে কপিলকে খানিকটা অপ্রস্তুত করার চেষ্টা করলে কপিল মজা করে বলেন, “আমি তো ভাই এই ভার্সনের ইংরেজি কোনোদিন শিখিনি!” এরপরই প্রিয়াঙ্কা তাকে একটি কাল্পনিক প্রশ্ন করেন “যদি একদিন সকালে ঘুম থেকে উঠে তুমি দেখো যে তুমি প্রিয়াঙ্কা চোপড়া হয়ে গেছ, তবে সবার আগে কী করবে?”
কপিল এক মুহূর্ত দেরি না করে নিজের সিগনেচার স্টাইলে উত্তর দেন, “আমি সাথে সাথে কপিল শর্মাকে ফোন করব আর বলব, ''যা হওয়ার হয়ে গেছে, কিন্তু প্রিয়াঙ্কা হোক আর যে-ই হোক, আমার সত্যিকারের ভালোবাসা আসলে তুমিই!” কপিলের এই উপস্থিত বুদ্ধি আর মজাদার উত্তর শুনে হাসিতে ফেটে পড়েন প্রিয়াঙ্কা থেকে শুরু করে উপস্থিত সবাই।
গতকালকের এপিসোডে আরও চমক দেখান সুনীল গ্রোভার ওরফে ডায়মন্ড রাজা। প্রিয়াঙ্কার ডাকনাম (PC) নিয়ে তিনি এক চমৎকার পাঞ্চলাইন দেন। তিনি বলেন, “দুনিয়ায় যত ল্যাপটপই আসুক না কেন, পিসি-র (PC) মধ্যে যে গুণ আছে, তা অন্য কোথাও নেই!”
এদিন প্রিয়াঙ্কাকে দেখা যায় ডিজাইনার অর্পিতা মেহতার নীল-সাদা ফ্লোরাল গাউনে, যা ইন্টারনেটে এরই মধ্যে ভাইরাল। কাজের ব্যস্ততা নিয়ে কথা বলতে গিয়ে প্রিয়াঙ্কা জানান, তিনি বর্তমানে এস এস রাজামৌলি-র সিনেমা ‘বারাণসী’ ছাড়াও বেশ কিছু হলিউড প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
হাসি, আড্ডা আর মজার সব কাণ্ডকারখানায় ঠাসা এই সিজন ওপেনারটি ভক্তদের মনে জায়গা করে নিয়েছে।