জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। রোববার বরিশাল নগরের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন।

তিনি জানান, গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার ১১ নম্বর আসামি হিসেবে তৌহিদ আফ্রিদিকে আটক করা হয়েছে। বর্তমানে তাঁকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে।

এর আগে একই মামলায় গ্রেপ্তার হয়েছেন তাঁর বাবা, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। তাঁকে গত ১৭ আগস্ট আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলায় মোট ২৫ জনকে নামীয় আসামি করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল–মামুন। এছাড়া অজ্ঞাতনামা আরও দেড় শতাধিক ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

তৌহিদ আফ্রিদি ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রমণ ও ভ্লগভিত্তিক কনটেন্টের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন এবং তরুণদের মধ্যে বড় অনুসারী গড়ে তুলেছেন।