গুঞ্জন নিয়ে আমি কম পরোয়া করি' - তানজিন তিশা
দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ঈদের পর থেকেই রয়েছেন লম্বা ছুটিতে। দেড় মাস ধরে কোনো শুটিং করছেন না তিনি। এই বিরতির মধ্যেই তাকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বলিউড অভিনেতা শারমান যোশীর সঙ্গে তার নতুন সিনেমা নিয়ে আলোচনা তুঙ্গে। এতদিন নীরব থাকলেও এবার তিনি মুখ খুলেছেন।
সিনেমা নিয়ে রহস্য
শারমান যোশীর সঙ্গে 'ভালোবাসার মওসুম' সিনেমায় অভিনয় করছেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিশা সরাসরি কিছু বলেননি। তবে তিনি ইঙ্গিতে বলেছেন, “সিনেমাটিতে আমি আছি এমন অনেক নিউজ হয়েছে। আমি নিজেও দেখেছি। তবে নিউজ তো অনেক হয়। কতটা সত্যি, কতটা নয়- দর্শকই জানেন।” তিনি এখনই কোনো মন্তব্য করতে রাজি নন, বরং ভক্তদের সামনে নতুন কোনো চমক নিয়ে হাজির হওয়ার ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, শারমান যোশীর সঙ্গে কাজ করার সুযোগ এলে সেটি তার ক্যারিয়ারের জন্য একটি বড় প্রাপ্তি হবে।
গুঞ্জন নিয়ে তিশার ভাবনা
ব্যক্তিগত জীবন বা কাজের গুঞ্জন নিয়ে তিনি খুব বেশি মাথা ঘামান না। তিশা বলেন, "গুঞ্জন নিয়ে আমি কম পরোয়া করি। দর্শক আমাকে পছন্দ করেন আমার কাজের জন্য। তাই কাজ নিয়েই কথা বলতে চাই, কাজ নিয়েই আনন্দিত হই।"
তিশা এখনও তার বিরতি শেষে কবে কাজে ফিরবেন তা চূড়ান্ত করেননি। তবে তিনি খুব শিগগিরই নতুন চমক নিয়ে হাজির হবেন বলে জানিয়েছেন।
এদিকে, যারা তিশার নতুন কাজের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য একটি সুখবর আছে। মাসের শেষেই দেশের একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে তার অভিনীত নাটক 'খোয়াবনামা'। ভিকি জাহেদের পরিচালনায় এই নাটকে তিশার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।