পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। সম্প্রতি তিনি নবাব পরিবারের বংশধর এবং একসময়ের জনপ্রিয় নায়ক নাঈমের মেয়ে নামিরা নাঈমের সঙ্গে ঢাকার আহসান মঞ্জিলে তিন ঘণ্টার বেশি সময় কাটিয়েছেন।

আহসান মঞ্জিলে শুটিং ও আড্ডা

ইউটিউবার রাফসান দ্য ছোটভাইয়ের একটি ভিডিও ব্লগের শুটিংয়ের সূত্র ধরে হানিয়া এবং নামিরার দেখা হয়। নামিরা জানান, রাফসানের ইচ্ছা ছিল আহসান মঞ্জিলে শুটিং করার। নবাব পরিবারের সদস্য হিসেবে নামিরার সঙ্গে কথা বলার পর শুটিংয়ের অনুমতি মেলে।

নামিরা বলেন, "আমরা ভোর সাড়ে চারটায় আহসান মঞ্জিলে যাই, আর হানিয়া আসেন সাড়ে পাঁচটার দিকে। টানা সাড়ে তিন ঘণ্টা শুটিং হয় এবং আমরা অনেক গল্প করি।" হানিয়া নবাব পরিবারের ইতিহাস এবং পাকিস্তানে থাকা তাদের আত্মীয়স্বজন, যেমন ডিজাইনার আমির আদনান ও গায়ক আলী জাফরের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক নিয়েও আলাপ করেন। নামিরা বলেন যে, ইনস্টাগ্রামে হানিয়াকে যেমন মনে হয়েছিল, সামনাসামনি তাকে আরও চমৎকার ও প্রাণখোলা একজন মানুষ হিসেবে আবিষ্কার করেছেন।

খালি পেটে নাগা মরিচের ফুচকা

নামিরা জানান, হানিয়া আমির ঢাকার রাস্তার খাবার বেশ উপভোগ করেছেন। শুটিংয়ের সময় তিনি খালি পেটে নাগা মরিচ দিয়ে ঝালমুড়ি এবং ৩-৪টি নাগা মরিচ দিয়ে ফুচকা খেয়েছেন। নামিরা বলেন, "আমরা তো মরিচের ঝালে উহু আহ করছি। অথচ এই ঝাল যেন হানিয়ার জন্য খুবই স্বাভাবিক।"