পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির কয়েক দিন আগে ঢাকায় এসেছেন। রাজধানীতে ঘুরে বেড়িয়ে উপভোগ করছেন এখানকার পরিবেশ ও খাবারের স্বাদ। পথের ধারের ফুচকা থেকে ঝালমুড়ি, সবই চেখে দেখছেন আনন্দ নিয়ে। গতকাল শনিবার সন্ধ্যায় তিনি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলের আয়োজনে অংশ নেন। সেখানে উপস্থাপক সৌমিক আহমেদ তাঁকে প্রশ্ন করেন, শাহরুখ খান নাকি শাকিব খান, কাকে বেশি পছন্দ করেন? উত্তরে হানিয়া আমির হাসিমুখে বলেন, “আমার মনে হয়, তোমরা শাকিব খানকে অনেক বেশি ভালোবাসো, তাই আমারও পছন্দ শাকিব খান।” এই উত্তর শুনে উপস্থিত দর্শকরা বেশ আনন্দ পান।
এর আগে শুক্রবার ভোরে হানিয়া যান ঐতিহাসিক আহসান মঞ্জিলে। সেখানে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাইয়ের সঙ্গে একটি ভ্লগ শুট করেন তিনি। পাশাপাশি ঢাকার স্থানীয় স্ট্রিট ফুড খেয়ে বেশ মুগ্ধ হন এই তারকা।
২০১৬ সালে কমেডি ঘরানার একটি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে হানিয়া আমিরের। পরের বছর টেলিভিশন নাটক ফির ওহি মহব্বতে অভিনয়ের জন্য তিনি অর্জন করেন ‘হাম অ্যাওয়ার্ড ফর বেস্ট টেলিভিশন সেনসেশন (ফিমেল)’। এরপর ‘পারওয়াজ হ্যায় জুনুন’ এবং পাঞ্জাবি কমেডি সরদারজি ৩ তাঁকে এনে দেয় বাণিজ্যিক সাফল্য। প্রাণবন্ত অভিনয় ও সহজ-সরল ব্যক্তিত্বের জন্য দ্রুতই তিনি তরুণ দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সমান জনপ্রিয় হানিয়া। শুধু ইনস্টাগ্রামেই তাঁর অনুসারীর সংখ্যা ১৮.৯ মিলিয়নের বেশি। সেখানে তিনি নিয়মিত ফানি ভিডিও, নান্দনিক ছবি ও ফ্যাশনেবল লুক শেয়ার করে থাকেন।
১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করা হানিয়া এখন শুধু পাকিস্তান নয়, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ভক্তদের কাছে সমানভাবে জনপ্রিয়। ঢাকায় তাঁর আগমন তাই ভক্তদের জন্য আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।