বলিউড অভিনেত্রী মিনি মাথুর সম্প্রতি পাপারাজ্জিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। অভিনেত্রী কাজলের একটি ভিডিও নিয়ে এই বিতর্কের সূত্রপাত। সম্প্রতি কাজলের একটি কালো বডিকন পোশাক পরা ভিডিও ভাইরাল হয়, যেখানে পাপারাজ্জিরা অতিরিক্ত জুম করে তার ছবি তুলেছিল। এর ফলে কাজলকে শারীরিক গঠন নিয়ে নানা কটাক্ষের শিকার হতে হচ্ছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কাজলের শরীরের বিভিন্ন অংশ জুম করে দেখানো হয়েছে। এর জেরে নেটিজেনদের একাংশ তাকে ‘মোটা’ বলে মন্তব্য করে এবং অনেকে তিনি অন্তঃসত্ত্বা কি না, সেই প্রশ্নও তোলে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে মিনি মাথুর বলেন, “খুব কাছ থেকে ইচ্ছাকৃতভাবে ছবি তোলা হয়েছে। কাজলের শরীরকে এভাবে জুম করে ক্যামেরাবন্দি করা মোটেও ঠিক হয়নি। এর ফলেই তাকে ট্রোল হতে হচ্ছে।”

বর্তমানে কাজল তার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল ২’ আগামী ১৯ সেপ্টেম্বর জিও হটস্টারে মুক্তি পাবে। এই সিরিজে তার বিপরীতে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। এছাড়াও, তিনি টুইঙ্কল খান্নার সঙ্গে ‘টু মাচ’ নামের একটি নতুন চ্যাট শো শুরু করতে চলেছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার ভৌতিক ছবি **‘মা’**ও দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।