ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি বরাবরই ব্যক্তিগত জীবন ও প্রেম-বিয়ে নিয়ে নানা গুঞ্জনের কেন্দ্রে থাকেন। তবে এসব নিয়ে খুব একটা বিচলিত নন তিনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে এ নিয়ে খোলামেলা আলাপ করেন তিনি।
পরীমনি জানান, “তরুণ গায়ক শেখ সাদী আমার ছোট ভাইয়ের মতো।” নিজের বর্তমান সম্পর্কের বিষয়ে তিনি মজা করে উত্তর দেন, “আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। কারণ আমি সারাক্ষণ প্রেম ফিল করি, আর এটা থাকা ভালো।”
বিয়ে প্রসঙ্গে আলোচনায় পরীমনি জানান, তিনি একবারই বিয়ে করেছেন। শরীফুল রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, “আমার জীবনে কিছুই ভুল নয়, সবকিছুই অভিজ্ঞতা।” তবে প্রথম বিয়ে নিয়ে আলোচনায় পরীমনি স্বীকার করেন, ক্যারিয়ারের আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।”
ভবিষ্যতে এক ডজন বিয়ে করার ইচ্ছার কথাও হাসতে হাসতে জানান এই অভিনেত্রী। তিনি বলেন, “ছোটবেলা থেকে মজা করে বলতাম, আমি ১২টা বিয়ে করব। কিন্তু সেটা রিউমার হয়ে যাবে বুঝিনি।”
চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়েও মুখ খোলেন পরীমনি। তার ভাষায়, “আমি জানি না কেন এ গুঞ্জন। বিশ্বাস করেন, এই মানুষটার সঙ্গে আমার সবচেয়ে কোজি রিলেশনশিপ আছে না। সারাক্ষণ যে ফোনে কথা হয়, তাও না।”