টিকটকার প্রিন্স মামুনের সঙ্গে তার বয়সের ব্যবধান ২৫ বছর বলে জানিয়েছেন লায়লা আখতার। বুধবার (২৭ আগস্ট) প্রিন্স মামুনের বিরুদ্ধে দায়ের করা হত্যাচেষ্টা মামলার সাক্ষ্যগ্রহণ চলাকালীন সময়ে তিনি সাংবাদিকদের এই তথ্য দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে লায়লা আখতার ফরহাদ জানান, তার এবং প্রিন্স মামুনের বয়সের ব্যবধান ২৫ বছর; তার বয়স ৫০ এবং মামুনের ২৫। মামলার বাদী লায়লা আরও বলেন, "প্রিন্স মামুন যদি আমাকে চিনতে না পারে, তবে কিছু বলার নেই। দ্বন্দ্ব হলে মানুষ পরিচিত মানুষকেও চিনতে পারে না।"
তিনি আরও বলেন, "আমাদের মধ্যে একটি সুন্দর সম্পর্ক ছিল, যা এখন আর নেই। কারণ সে উদ্দেশ্যমূলকভাবে আমার জীবনে এসেছিল। উদ্দেশ্য হাসিল হওয়ার পর সে আমাকে ভুলে গেছে। সুতরাং, চলে যাওয়ার পর আর মনে রাখার প্রয়োজন নেই।"
প্রিন্স মামুনের সঙ্গে তার সম্পর্ক এখন কেমন, জানতে চাইলে লায়লা বলেন, "এই মুহূর্তে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আগে সে আমার বাগদত্তা ছিল।"
মামুনের মায়ের 'ভাই-বোন' দাবির বিষয়ে লায়লা বলেন, "২০২২ সালে তার মা আমাকে প্রিন্স মামুনের বউ হিসেবে দাবি করেছিলেন। পাঁচ বছর পর যদি এখন তিনি ভাই-বোন বলেন, তাহলে আমার কিছু বলার নেই।"
সাংবাদিকদের ‘কম বয়সী ছেলেদের টার্গেট কেন’ এমন প্রশ্নের জবাবে লায়লা বলেন, "টার্গেট বলতে যা বোঝাচ্ছেন, প্রিন্স মামুনের সঙ্গে সম্পর্কের আগেও আমি বিবাহিত ছিলাম। আমার স্বামী আমার চেয়ে বয়সে বড় ছিল। যাদের সঙ্গে আমি ভিডিও করি, তাদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই।"