কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর ডিনার ঘিরে গুঞ্জন, ভাঙনের পর নতুন সম্পর্ক?

পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যকার সাম্প্রতিক এক সাক্ষাৎ ঘিরে শোবিজ অঙ্গনে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। মাসখানেক আগেই অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে পেরির বাগদান ভাঙার খবর প্রকাশ্যে এসেছিল। এবার তাঁকে দেখা গেল ট্রুডোর সঙ্গে মন্ট্রিয়লের একটি রেস্তোরাঁয় নৈশভোজে।

সোমবার (২৯ জুলাই) মন্ট্রিয়লের জনপ্রিয় রেস্তোরাঁ ‘লে ভিওলন’-এ একসঙ্গে রাতের খাবার উপভোগ করেন কেটি ও ট্রুডো। মার্কিন বিনোদনমাধ্যম টিএমজেড সেই রেস্তোরাঁয় তাঁদের ছবি প্রকাশ করেছে। এরপর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। পিপল ম্যাগাজিন জানিয়েছে, দুজনে নৈশভোজে দারুণ সময় কাটিয়েছেন। রেস্তোরাঁর শেফ ড্যানি স্মাইলসের সঙ্গে ছবি তোলার পাশাপাশি খাবার শেষে রান্নাঘরে গিয়ে কর্মীদের ধন্যবাদ জানান এই দুই তারকা। তাঁদের ডিনারের মেনুতে ছিল লবস্টারসহ আরও বেশ কিছু গুরমে পদ।

এই সাক্ষাৎ নিয়ে কেটি পেরির কোনো মুখপাত্র এখনো মন্তব্য করেননি। ট্রুডোর পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

এর আগে, জুন মাসে প্রকাশ্যে আসে কেটি পেরি ও অভিনেতা অরল্যান্ডো ব্লুমের বাগদান ভাঙার খবর। পরে তাঁদের প্রতিনিধি জানান, এই বিচ্ছেদ আকস্মিক নয়, দীর্ঘদিন ধরেই তাঁরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তবে তাঁদের চার বছর ছয় মাস বয়সী কন্যা ডেইজি ডাভের মঙ্গলের কথা ভেবেই তাঁরা এখনও একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন।

অন্যদিকে, জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়ার ২০২৩ সালের আগস্টে তাঁদের ১৮ বছরের বৈবাহিক জীবনের ইতি টানার ঘোষণা দেন। ইনস্টাগ্রামে দেওয়া এক যৌথ বার্তায় ট্রুডো লেখেন, ‘বহু আলোচনার পর আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের সন্তানদের মঙ্গলের জন্য আমরা একটি ঘনিষ্ঠ পরিবার হিসেবেই একে অপরকে সম্মান ও ভালোবাসা দিয়ে যাব।’ তাঁদের তিন সন্তান—জেভিয়ার (১৭), এলা গ্রেস (১৬) এবং হাদ্রিয়েন (১১)।

এই দুই তারকার সাম্প্রতিক ডিনার কি শুধুই বন্ধুত্বপূর্ণ, নাকি নতুন সম্পর্কের ইঙ্গিত—তা সময়ই বলে দেবে। তবে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা থেমে নেই।