চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রায় দেড় বছর আগে নিজেই জানিয়েছিলেন যে, স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। সেই ঘোষণার পর থেকে তাদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়নি।

কিন্তু হঠাৎ করেই মাহি নিজের ফেসবুক প্রোফাইল ও পেজে স্বামী ও সন্তানের সঙ্গে দুটি স্থিরচিত্র পোস্ট করেছেন। ভালোবাসার ইমোজি দিয়ে সেই ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মাশাআল্লাহ।’ এর ঠিক এক ঘণ্টা আগে একই স্থিরচিত্র পোস্ট করেন রাকিব সরকারও। মাহি ও রাকিবের কাছাকাছি সময়ে এই ছবি পোস্ট করা নিয়ে ইতিমধ্যেই রহস্য তৈরি হয়েছে।

মাহিয়া মাহি ও রাজনীতিবিদ রাকিব সরকারের ঘনিষ্ঠজনদের কেউ কেউ জানিয়েছেন, তারা দুজন এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবার কেউ বলছেন, তারা আসলে আগে থেকেই এক ছিলেন, মাঝে শুধু সম্পর্কের অবনতি হয়েছিল।

এদিকে মন্তব্যের ঘরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা নানারকম মন্তব্য করছেন, কেউ কেউ লিখেছেন, “আবার সব আগের মতো হয়ে যাক।” ভক্তরা নানা মন্তব্য করলেও এ নিয়ে এখন পর্যন্ত মাহি বা রাকিব কারও কেউই মুখ খোলেননি। এখন দেখার বিষয়, কী কারণে তাদের দুজনের হঠাৎ এই পারিবারিক স্থিরচিত্র পোস্ট করা।

প্রসঙ্গত, কয়েক মাস ধরে মাহি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, অন্যদিকে তার স্বামী রাকিব কোথায় আছেন, তা জানা যায়নি।