অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন ইদানীং সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও ব্যক্তিদের নিয়ে কট্টর সমালোচনা করে বেশ আলোচনায় রয়েছেন। বিশেষ করে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ‘উপদুষ্টু’ বলে সম্বোধন করে এবং তাঁর স্ত্রী নুসরাত ইমরোজ তিশার একটি পুরোনো ছবি নিয়ে বিদ্রূপ করে তিনি নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে মেট্রো রেলে তিশার তোলা একটি ছবি শেয়ার করে শাওন দাবি করেছেন যে, এটি যেন ফারুকীর তত্ত্বাবধানে নির্মিত জুলাই স্মৃতি জাদুঘরে রাখা হয়।
শাওনের এই সমালোচনায় উঠে এসেছে ফারুকীর জনপ্রিয় সিনেমা ব্যাচেলর-এর সেই আলোচিত লিটনের ফ্ল্যাটের প্রসঙ্গও। তিনি বিদ্রূপের সুরে ফারুকীকে লিটনের ফ্ল্যাটের রূপকার হিসেবে অভিহিত করে তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে খোঁচা দিয়েছেন। সাবেক গণভবনকে যখন জুলাই আন্দোলনের স্মারক হিসেবে জাদুঘরে রূপান্তর করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই শাওনের এমন মন্তব্য এবং তিশার শাড়ি নিয়ে ইঙ্গিতপূর্ণ কথাগুলো নেট দুনিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত থাকলেও শাওন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে তাঁর কঠোর অবস্থান বজায় রাখছেন। অন্যদিকে মোস্তফা সরয়ার ফারুকী তাঁর প্রশাসনিক দায়িত্ব এবং সাম্প্রতিক সিনেমা ৮৪০: ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড নিয়ে ব্যস্ত রয়েছেন। উপদেষ্টাদের নিয়ে শাওনের এমন সরাসরি আক্রমণাত্মক অবস্থান শোবিজ অঙ্গনে নতুন এক সমীকরণের আভাস দিচ্ছে।