ভারতের সৌন্দর্য আর ফ্যাশন জগতে নতুন এক ইতিহাস সৃষ্টি করে মনিকা বিশ্বকর্মা জায়গা করে নিয়েছেন মিস ইউনিভার্স ২০২৫-এর আন্তর্জাতিক মঞ্চে। সম্প্রতি জয়পুরে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল জিতে তিনি এই গৌরব অর্জন করেছেন।
সিয়াসাত ডটকম-এর খবর অনুযায়ী, গত সোমবার (১৮ আগস্ট) রাতে জয়পুরের সিতাপুরায় একটি জমকালো অনুষ্ঠানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা মোট ৪৮ জন প্রতিযোগী এতে অংশ নেন। তাদের মধ্যে মনিকা বিশ্বকর্মা তার সৌন্দর্য, বুদ্ধিমত্তা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে সবাইকে ছাপিয়ে সেরা সুন্দরীর মুকুট জিতে নেন। এই প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন তানয়া শর্মা।
এই বছরের আসরের বিচারক প্যানেলে ছিলেন মিস ইউনিভার্স ইন্ডিয়ার কর্ণধার নিখিল আনন্দ, অভিনেত্রী উর্বশী রাউতেলা এবং চলচ্চিত্র নির্মাতা ফারহাদ সামজি। নিখিল আনন্দ জানান, জয়পুরকে এই আয়োজনের জন্য বেছে নেওয়া হয়েছে কারণ এই শহরের সমৃদ্ধ শিল্প ও সংস্কৃতিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা দরকার।
মনিকার এই সাফল্য তাকে আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্ব অর্জন করা ভারতীয় সুন্দরীদের তালিকায় যুক্ত করেছে। এখন পুরো দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স ২০২৫-এর আসরের জন্য, যেখানে মনিকা ভারতের প্রতিনিধিত্ব করবেন।