অভিনয়ের জগৎ শুধু আলো-ঝলমলে নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে শারীরিক কষ্ট, মানসিক চাপ আর আত্মত্যাগও। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী ইশা কোপিকার জানালেন, তেলেগু সিনেমায় অভিষেকের সময় এমনই এক অভিজ্ঞতা হয়েছিল তাঁর।

তাঁর প্রথম তেলেগু ছবি ছিল চন্দ্রলেখা। সেই ছবির একটি দৃশ্যে সহশিল্পী নাগার্জুনার কাছ থেকে তাঁকে বারবার আসল চড় খেতে হয়েছিল। ইশার ভাষায়, “আমি নিজেই বলেছিলাম আমাকে সত্যিই চড় মারতে। না হলে আবেগটা ফুটে উঠবে না। প্রথমে নাগার্জুনা রাজি হচ্ছিল না, কিন্তু শেষে নরমভাবে চড় মারল।”

তবে পরিচালক কাঙ্ক্ষিত অভিব্যক্তি ধরতে না পারায় একের পর এক টেক নিতে হলো। শেষ পর্যন্ত ১৪ বার চড় খেতে হয় তাঁকে। ইশা হাসতে হাসতে বলেন, “শেষে গালে দাগ পড়ে গিয়েছিল। নাগার্জুনা বারবার সরি বলছিল, কিন্তু আমি-ই তো বলেছিলাম চড় মারতে।”

চন্দ্রলেখা ছিল কৃষ্ণ ভামসির পরিচালনায় প্রিয়দর্শনের একটি মালয়ালম ছবির রিমেক। এতে অভিনয় করেছিলেন ইশা, নাগার্জুনা, রাম্যা কৃষ্ণন ও মুরালি মোহন। তেলেগু ইন্ডাস্ট্রিতে এই ছবির মাধ্যমেই অভিষেক হলেও সেটের অভিজ্ঞতা তাঁর মনে আজও অমলিন।

বলিউডে ইশা কোপিকার পরিচিত মুখ। ডন, এলওসি কারগিল, সালাম-ই-ইশকসহ একাধিক ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। সর্বশেষ তিনি অভিনয় করেছেন ২০২৪ সালের সায়েন্স ফিকশনভিত্তিক ছবি আয়ালান-এ, যা বিশ্বজুড়ে আয় করেছে প্রায় ৭৬.৫ কোটি রুপি।