সম্প্রতি নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকির নাম ঘোষণা হওয়ার পর আবারও আলোচনায় এসেছেন বলিউডের প্রয়াত অভিনেত্রী মালা সিনহা। এর কারণ হলো, সুশীলার স্বামী দুর্গা প্রসাদ সুবেদি অনেক বছর আগে মালা সিনহাকে বহনকারী একটি বিমান ছিনতাই করেছিলেন।

১৯৭৩ সালের বিমান ছিনতাইয়ের ঘটনা

ঘটনাটি ঘটেছিল ১৯৭৩ সালের ১০ জুন। রয়্যাল নেপাল এয়ারলাইনসের একটি বিমান নেপালের বিরাটনগর থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। সেই বিমানে যাত্রীদের মধ্যে ছিলেন বলিউড অভিনেত্রী মালা সিনহা এবং তার স্বামী, নেপালি অভিনেতা সি পি লোহানি।

বিমানটির ককপিট দখল করেন নেপালি কংগ্রেসের তিন তরুণ কর্মী—দুর্গা প্রসাদ সুবেদি, নাগেন্দ্র ধুঙ্গেল এবং বসন্ত ভট্টরাই। এই ছিনতাইয়ের মূল উদ্দেশ্য ছিল রাজতন্ত্রবিরোধী সশস্ত্র সংগ্রামের জন্য অর্থ সংগ্রহ করা। বিমানটিতে সেই সময় সরকারের ৩০ লাখ রুপি বহন করা হচ্ছিল। ছিনতাইকারীরা পাইলটকে ভারতের বিহারের ফরবিশগঞ্জের একটি ঘাসের মাঠে নামতে বাধ্য করেন। সেখানে তারা টাকাভর্তি তিনটি বাক্স নামিয়ে নেন।

দুর্গা সুবেদির অতীতের পুনরালোচনা

সুশীলা কারকি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে (বিএইচইউ) পড়ার সময় দুর্গা সুবেদির সঙ্গে পরিচিত হন। সুবেদির সেই অতীত এখন আবার সামনে এসেছে। তৎকালীন নেপালি কংগ্রেসের এই তরুণ কর্মী পরে প্রধানমন্ত্রী হওয়া গিরিজা প্রসাদ কৌরালার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এই ছিনতাইয়ের পর টাকাগুলো ট্রাকে করে দার্জিলিংয়ে নিয়ে যাওয়া হয়েছিল।