অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য তার অভিনয় ও পরিচালনার বাইরে এবার গানের দল 'হুলিগানইজম' নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। সম্প্রতি একটি কনসার্টে তার গাওয়া গান নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।
গত ৩১ আগস্ট কলকাতায় অনুষ্ঠিত 'ব্যান্ড স্টর্ম' কনসার্টে অনির্বাণের ব্যান্ড 'হুলিগানইজম' একটি নতুন গান পরিবেশন করে। 'তুমি মস্তি করবে জানি' শিরোনামের এই গানে পশ্চিমবঙ্গের তিন জনপ্রিয় রাজনৈতিক নেতা কুণাল ঘোষ (তৃণমূল), শতরূপ ঘোষ (সিপিএম) ও দিলীপ ঘোষ (বিজেপি)-কে ব্যঙ্গ করা হয়েছে। গানের কিছু অংশ এমন 'গানবাজনা করতে এসে এসব কথা বললে/ রেগে যাবে কুণাল ঘোষ'।
রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া
তবে মজার বিষয় হলো, গানটি নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কুণাল ঘোষ গানটিকে ইতিবাচকভাবে নিয়েছেন। তিনি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলেন, "অনির্বাণ যদি গানে সাম্প্রতিক রাজনীতিকে আনেন, আনতেই পারেন। অপমানের উদ্দেশ্যে গানটি করা হয়নি, তাই কেন এটিকে খোলা মনে নেব না?" তিনি আরও বলেন, এই গানে তার নাম থাকলেও তিনি এই মজা উপভোগ করেছেন।
একইভাবে শতরূপ ঘোষও গানটি পছন্দ করেছেন। তিনি বলেন, "আমরা চাই শিল্পীরা রাজনৈতিকভাবে নিজেদের মতামত তুলে ধরুক। অনির্বাণ গানে আমার নাম নিয়েছে, আমি কৃতজ্ঞ। এখন মনে হচ্ছে বাংলা গানের বেলা বোস, নীলাঞ্জনা, রঞ্জনার মতো আমিও বাংলা গানের একটি চরিত্র হয়ে গেলাম।"
তবে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ অনির্বাণের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ফেসবুকে পোস্ট দিয়ে অনির্বাণকে ক্ষমা চাইতে বলেছেন। রুদ্রনীলের অভিযোগ, অনির্বাণ সনাতন ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। যদিও অনির্বাণ এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।