জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তি ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব দিয়েছেন। এই ঘটনাটি তিনি তার ফেসবুক পেইজে প্রকাশ করার পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে।

ওই ব্যক্তি নিজেকে পিয়ার 'অন্ধভক্ত' হিসেবে দাবি করে ইনবক্সে একটি বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, "আমি কোনো বেঈমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না।"

বার্তায় ওই ব্যক্তি আরও লেখেন, তিনি পিয়ার সঙ্গে 'ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক' তৈরি করতে চান এবং এটি 'পৃথিবীর কেউ জানবে না'। সবশেষে, তিনি পিয়ার ব্যক্তিগত নম্বর চেয়েছেন।

মজার ব্যাপার হলো, পিয়া এই বার্তার সরাসরি কোনো জবাব দেননি। তবে তিনি শেষ মেসেজের নিচে একটি ফোন নম্বর দিয়েছেন, যেটি আসলে রাজধানীর গুলশান থানার নম্বর।

পিয়ার এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এই ঘটনার রসিকতা করছেন, আবার কেউ কেউ এমন আবেগের অপব্যবহার করা ঠিক নয় বলে মন্তব্য করছেন।