ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরী মণি সামাজিক যোগাযোগ মাধ্যমে বছরের পর বছর ধরে সরব থাকেন। কখনো রহস্যময় স্ট্যাটাস, কখনো খোলামেলা মন্তব্য বা ছবি সবকিছুতেই তিনি আলোচনায় থাকেন। এবারও তিনি এক নতুন চমক দিলেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরী মণি একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে দেখা যায়, নায়িকা সহকর্মী ও কস্টিউম ডিজাইনার মো. গোলাম হোসেনের কাঁধে হাত রেখে হাসছেন ও পোজ দিচ্ছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে সুরেলা সংগীত, আর ক্যাপশনে তিনি লিখেছেন, “ভাই”

ভিডিও প্রকাশ হওয়ার পরই নেটিজেনরা বিভিন্ন প্রতিক্রিয়া দিতে শুরু করেন। কেউ মন্তব্য করেছেন, “ভাই ডাকার পরও এতটা ঘনিষ্ঠ পোজ কেন?”, আবার অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন। তবে এ বিষয়ে পরী মণি এখনও নীরব রয়েছেন।

পরীর সহকর্মী গোলাম হোসেনের সঙ্গে ঘনিষ্ঠ খুনসুটি নতুন নয়। এর আগেও তিনি গোলামের কাঁধে হাত রেখে ভিডিও পোস্ট করেছিলেন এবং ক্যাপশনে লিখেছিলেন, “হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি”, যা তখনও ভাইরাল হয়ে শোরগোল ফেলেছিল। পরবর্তীতে নায়িকা ব্যাখ্যা করেন, এটি শুধুই ভক্তদের জন্য একটি ‘প্র্যাংক’