ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখা ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী সম্প্রতি নিজের অতীত সম্পর্কের কথা খোলাখুলি জানিয়েছেন। মেখলা দাসগুপ্তের পডকাস্ট ‘লেটস টক উইথ মেখলা’-তে এসে তিনি তার প্রেমের অভিজ্ঞতা, বিচ্ছেদ এবং প্রাক্তনদের প্রতি তার দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছেন।
ইমন বলেন, "প্রতিটি প্রেম থেকে আমি অনেক কিছু শিখেছি। প্রেমের কারণে যখন কোনো নতুন মানুষ আমার জীবনে এসেছেন, আজ আমি যে রকম হয়েছি, তা হতে সাহায্য করেছেন। তাই আমি অনেকটা কৃতিত্ব তাদেরই দেব।" তিনি বিশ্বাস করেন যে, প্রতিটি সম্পর্কে যেমন ভালো-খারাপ দুটো দিকই থাকে, তেমনই দম বন্ধ করে থাকার চেয়ে মুক্ত থাকা অনেক ভালো।
তিনি আরও বলেন যে, তার জীবনে আসা সবাই সংগীত জগতের মানুষ হওয়ায় তাদের কাছ থেকে গানের ক্ষেত্রেও তিনি অনেক কিছু শিখেছেন।
ইমন তার প্রাক্তন প্রেমিকদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "তোমরা জীবনে ভালো আছো দেখে আমারও ভালো লাগে। আমিও জগন্নাথের আশীর্বাদে সুখে আছি। সবাই যেন সুস্থ ও ভালো থাকতে পারি, সেটাই চাই।"
উল্লেখ্য, ইমনের জীবনের অন্যতম আলোচিত সম্পর্ক ছিল গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। বয়সের পার্থক্য এবং ব্যক্তিগত কারণে তাদের সেই সম্পর্ক ভেঙে যায়। বর্তমানে তিনি গায়ক নীলাঞ্জন ঘোষের সঙ্গে বিবাহিত জীবনে সুখী আছেন।
গানের পাশাপাশি ইমন নিয়মিত প্লেব্যাক করেন এবং ‘সা রে গা মা পা’-এর মতো জনপ্রিয় রিয়েলিটি শো-তে বিচারকের আসনেও তাকে দেখা গেছে।