পরকীয়া ও নির্যাতনের অভিযোগে ভাঙছে গোবিন্দ-সুনীতার দীর্ঘ সংসার
বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার ৩৭ বছরের দাম্পত্য জীবনে ফাটল ধরেছে। কয়েক মাস ধরেই তাদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল, অবশেষে তা সত্যি হলো। ভারতীয় সংবাদমাধ্যম হটারফ্লাই জানিয়েছে, সুনীতা মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন।
হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৫-এর অধীনে করা এই মামলায় সুনীতার অভিযোগ— গোবিন্দ পরকীয়ায় জড়িয়েছেন, সংসারে নির্যাতন করেছেন এবং দাম্পত্য জীবনে প্রতারণা করেছেন। আদালত গত ২৫ মে অভিনেতাকে হাজির হওয়ার নির্দেশ দিলেও তিনি অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে। অন্যদিকে সুনীতা নিয়মিত শুনানিতে অংশ নিচ্ছেন এবং পরামর্শ সেশনেও উপস্থিত থাকছেন।
এর আগে নিজস্ব ইউটিউব চ্যানেলের এক ভ্লগে দাম্পত্য জীবনের সংকট ও ব্যক্তিগত কষ্টের কথা প্রকাশ্যে আনেন সুনীতা। সেখানে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমি প্রার্থনা করেছি আমার বিয়ে টিকে যাক। কিন্তু সেটা হয়নি।” তিনি আরও বলেন, “যে আমার ঘর ভাঙার চেষ্টা করবে, তার ভালো হবে না। আমি এখন আর কাউকে বিশ্বাস করি না।”
খুব কয়েক মাস ধরেই সুনীতা সন্তানদের নিয়ে আলাদা বসবাস করছেন। এমনকি চলতি বছর জন্মদিনেও একা সময় কাটাতে দেখা গেছে তাকে।
তবে বিচ্ছেদের খবর অস্বীকার করেছেন গোবিন্দের ঘনিষ্ঠ এক সূত্র। হিন্দুস্তান টাইমস-কে তিনি বলেন, “কিছু সমস্যা থাকলেও ডিভোর্সের প্রশ্নই আসে না। মানুষ পুরোনো বিষয়গুলো টেনে এনে মসলাদার গল্প বানাচ্ছে।”
অভিনেতার ম্যানেজার শশীও একই সুরে জানান, “সব দম্পতির মধ্যেই কিছু মতবিরোধ থাকে। এগুলো অনেক পুরোনো ঘটনা, যেগুলোকে এখন মিডিয়া বাড়িয়ে দেখাচ্ছে।”