ঢালিউডের চিত্রনায়িকা রাজ রিপা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়ে চলচ্চিত্র জগৎ ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। দীর্ঘ ৭ বছরের কঠোর পরিশ্রমের পরেও তার স্বপ্নের সিনেমা 'মুক্তি' সম্পূর্ণ করতে না পারায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। এই কঠিন সময়ে তার পাশে এসে দাঁড়িয়েছেন আরেক জনপ্রিয় নায়িকা আফিয়া নুসরাত বর্ষা।
রাজ রিপা তার পোস্টে অভিযোগ করে বলেন, “‘মুক্তি’ সিনেমার জন্য ৪ বছর ধরে মানসিক যন্ত্রণা সহ্য করেছি, টাকা ও সময় দুটোই নষ্ট হয়েছে। আমাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে পরিচালক শুধু নিজের সুবিধা নিয়েছেন। ৮ বছরেও 'মুক্তি' ছাড়া আমার কোনো সিনেমা হয়নি। একা একাই ৭ বছরের পথ পাড়ি দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি কারও সঙ্গে বেইমানি করিনি, কারও কাছে দেনা নেই। এই ইন্ডাস্ট্রি আমার মতো বোকা মানুষের জন্য না, খুব দ্রুত সবাইকে ছেড়ে চলে যাব।”
রাজ রিপার এই পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে বর্ষা তার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। তিনি লেখেন, “স্বপ্ন মাটি চাপা দিবা দাও, কিন্তু এমন স্বপ্ন মাটি চাপা দিও না, যে স্বপ্ন জেগে আছে কিন্তু ধরাছোঁয়ার বাইরে। তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, যার কেউ নেই তার জন্য আল্লাহ আছেন।”
বর্ষা আরও বলেন, “আসলে ভালো মন, নরম মনের মেয়েদের জন্য এই রঙিন জীবন না রিপা! চামড়া যাদের অনেক শক্ত, শত শত কমেন্টের জন্য যাদের কিছু আসে যায় না, তারাই এই জীবনে ভালো থাকবে।”
সবশেষে তিনি রাজ রিপাকে উদ্দেশ্য করে বলেন, “মিলিয়ে নিও, তুমিও জানো ভালো করে কী করলে কী হয়। নামাজ পড়ে আল্লাহকে বলো, তোমার মনে যেন শান্তি পায়। নতুন শুরু দিয়ে নতুন স্বপ্ন নিয়ে জীবনকে আবার ভাবতে শিখতে পার। হেরে যাওয়া কিন্তু সমাধান নয়।” তিনি রিপাকে বলেন, "তোমার বয়স আর কত, অনেক সময় পড়ে আছে তোমার জন্য, নিজেকে নতুনভাবে সাজাও। বোকা মেয়ে তুমি, ব্যর্থ তুমি হওনি, ব্যর্থ সেই যে তার ওয়াদা রক্ষা করতে পারেনি!”