সোনা চোরাচালানের অভিযোগে আটক ভারতীয় অভিনেত্রী রানিয়া রাওকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১০ কোটি টাকা (১০ কোটি ভারতীয় রুপি) জরিমানা করা হয়েছে।
চলতি বছরের ৩ মার্চ দুবাই থেকে ভারতে ফেরার পথে বেঙ্গালুরু বিমানবন্দরে রানিয়াকে ১৪ কেজির বেশি অবৈধ সোনাসহ আটক করা হয়। তখন তিনি এর বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
এই মামলায় রানিয়াসহ আরও তিনজনকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেঙ্গালুরু কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে তাদের কাছে এই জরিমানার নোটিশ পৌঁছানো হয়।
আইনি প্রক্রিয়া এবং মামলার বর্তমান অবস্থা
এক কর্মকর্তা জানিয়েছেন, জব্দ করা সোনার বাজারমূল্য এবং শুল্ক ফাঁকির পরিমাণ হিসাব করে এই বিপুল অঙ্কের জরিমানা নির্ধারণ করা হয়েছে। তবে এটি শুধু আর্থিক জরিমানা; এর পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়াও চলমান থাকবে।
চলতি বছরের জুলাইয়ে রানিয়া রাওকে এক বছরের কারাদণ্ড দেন আদালত। এই মামলার পরবর্তী শুনানি কর্ণাটক হাইকোর্টে ১১ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালে কন্নড় সিনেমা 'মানিক্য' দিয়ে রানিয়া রাও তার অভিনয় জীবন শুরু করেন। তিনি ২০১৬ সালে 'ওয়াঘা' নামের একটি তামিল সিনেমাতেও অভিনয় করেছেন।