বলিউডের জনপ্রিয় তারকা সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নিয়ে আলোচনা আজও থামেনি। সম্প্রতি, বিখ্যাত পরিচালক প্রহ্লাদ কাক্কর এক সাক্ষাৎকারে তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনের আসল কারণ ফাঁস করেছেন।

সালমানের অতিরিক্ত অধিকারবোধ

পরিচালক প্রহ্লাদ কাক্কর, যিনি ঐশ্বরিয়ার মায়ের অ্যাপার্টমেন্টেই থাকেন, জানিয়েছেন যে তিনি ঐশ্বরিয়ার জীবনের উত্থান-পতন খুব কাছ থেকে দেখেছেন। প্রহ্লাদ সালমান খানকে 'পজেসিভ' বা অতিরিক্ত অধিকারবোধ সম্পন্ন বলে বর্ণনা করেছেন। তার মতে, সালমানের এই আচরণই তাদের সম্পর্ক ভাঙার মূল কারণ।

প্রহ্লাদ বলেন, তিনি ঐশ্বরিয়ার সঙ্গে সালমানের ঝগড়া-তর্ক-বিতর্কের কথাও শুনেছিলেন। সালমান এতটাই আগ্রাসী ও আবেগপ্রবণ ছিলেন যে, ঐশ্বরিয়ার পক্ষে তা দীর্ঘ সময় সহ্য করা সম্ভব ছিল না।

ঐশ্বরিয়ার ওপর প্রভাব

প্রহ্লাদের মতে, এই বিচ্ছেদ ঐশ্বরিয়ার জন্য এক ধরনের স্বস্তি ছিল। যদিও তিনি এই সম্পর্ক ভাঙার কারণে ব্যথিত হয়েছিলেন, কারণ পুরো ইন্ডাস্ট্রি সালমানের পক্ষ নিয়েছিল। এই ঘটনার পর থেকেই ঐশ্বরিয়া ইন্ডাস্ট্রির প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। প্রহ্লাদ আরও দাবি করেন, এই আঘাতের কারণেই ঐশ্বরিয়া এখন আর আগের মতো নিয়মিত কাজ করেন না।

ঐশ্বরিয়া নিজে অবশ্য প্রকাশ্যে কখনো এই সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ নিয়ে কথা বলেননি।