কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের গান 'অভদ্র প্রেম' এখন শুধু বাংলাদেশে নয়, ভারত ও পাকিস্তানেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। সম্প্রতি এই ভাইরাল গানটি নজরে এসেছে পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জায়েদির, যিনি তার ইনস্টাগ্রাম পোস্টে গানটি ব্যবহার করেছেন।


ইয়ুমনা জায়েদি ও সালমানের কথোপকথন

গতকাল ইয়ুমনা তার ইনস্টাগ্রামে শাড়ি পরা কয়েকটি ছবি পোস্ট করেছেন এবং সেগুলোতে 'অভদ্র প্রেম' গানটি জুড়ে দিয়েছেন। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়। সালমান মুক্তাদির তার পোস্টে মন্তব্য করে লেখেন, "ধন্যবাদ ইয়ুমনা, বাংলাদেশ থেকে ভালোবাসা জানাই।" জবাবে ইয়ুমনা লেখেন, "গানটি সত্যিই হৃদয়গ্রাহী। গান চালিয়ে যাও। পাকিস্তান থেকে ভালোবাসা জানাই।"

এক দিনের মধ্যে এই পোস্টে ১ লাখ ৩৪ হাজারের বেশি লাইক এবং প্রায় সাড়ে ৪ হাজার মন্তব্য এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন, এবং বাংলাদেশের দর্শক হিসেবে এমন একটি গান ট্রেন্ডিংয়ে থাকতে দেখে তারা আনন্দ প্রকাশ করেছেন।


ইয়ুমনা জায়েদির পরিচয়

ইয়ুমনা জায়েদি পাকিস্তানের একজন জনপ্রিয় অভিনেত্রী, যার ইনস্টাগ্রামে ১ কোটির বেশি অনুসারী রয়েছে। তিনি পাকিস্তানি টিভি ধারাবাহিক ‘তেরে বিন’-এ ‘মেরাব’ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। ২০১২ সাল থেকে অভিনয় করছেন এই অভিনেত্রী। তার অন্যান্য আলোচিত কাজের মধ্যে রয়েছে ‘দিল না উমেদ তো নাহি’ এবং ‘সিনফ-ই-আহান’

'অভদ্র প্রেম' গানটি সালমান ২০১৯ সালে ইউটিউবে প্রকাশ করেছিলেন, যা ছয় বছর পর নতুন করে ভাইরাল হয়েছে। ইউটিউবে গানটি ৮০ লাখেরও বেশিবার দেখা হয়েছে।