যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলী, প্রতিক্রিয়া জানালেন অপু বিশ্বাস
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। আর এই সফরে তার সঙ্গে রয়েছেন অভিনেত্রী শবনম বুবলী। তাদের একসঙ্গে তোলা ছবি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যা ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে চলছে নানা আলোচনা। শাকিব-বুবলীর সম্পর্ক নিয়ে গুঞ্জন তীব্র হওয়ার পাশাপাশি অনেকেই জানতে চাচ্ছেন—এ বিষয়ে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস কী বলছেন।
এমন সময়েই রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় ঢাকার বনানীতে লেখক সিফাত নুসরাতের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হাজির হন অপু বিশ্বাস। আয়োজনে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী কোনাল, মডেল মারিয়া, প্রযোজক আজিজসহ শোবিজের অনেকেই। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন অপু। সেখানেই উঠে আসে শাকিব-বুবলীর যুক্তরাষ্ট্রে একসঙ্গে থাকার প্রসঙ্গ।
জবাবে অপু বিশ্বাস বলেন,
“মানুষ মানুষকে চিনতে পারে না, এটা খুব অস্বাভাবিক কিছু নয়। আপনি আমাকে ভালোবাসতে পারেন, আবার সেই সময় হয়তো সিফাতকে ভালোবাসতে পারেন না। আবার উল্টোটাও হতে পারে। এটাই বাস্তবতা।”
তিনি আরও বলেন,
“১৫ জুন আমি আমার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। যারা সেটা পড়েননি, আজই পড়ে নিতে পারেন। সেখানেই অনেক প্রশ্নের উত্তর রয়েছে।”
শাকিব, অপু ও বুবলী তিনজনই ঢালিউডের পরিচিত মুখ। তাই ব্যক্তি সম্পর্কের বাইরে তাদের মধ্যে রয়েছে পেশাগত যোগাযোগও। এ প্রসঙ্গে অপু বলেন,
“আমরা সবাই প্রফেশনাল আর্টিস্ট। কাজের জায়গা থেকে আমি সবাইকেই সম্মান করি।”
সন্তান আব্রাম খান জয় প্রসঙ্গে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস জানান,
“আমি অভিনেত্রী হিসেবে সাফল্য পেয়েছি। তবে মা হিসেবে আমার সবচেয়ে বড় সাফল্য হবে, যেদিন আব্রামকে একজন ভালো মানুষ হিসেবে সমাজে গড়ে তুলতে পারবো।”
শেষে তিনি বলেন,
“ভক্তদের কাছ থেকে সবসময় ভালোবাসা ও দোয়া পেয়েছি। চাই, ভবিষ্যতেও তারা এভাবেই পাশে থাকুক।”
সাবেক দম্পতি শাকিব-অপু এবং বুবলীর বর্তমান সম্পর্ক নিয়ে আলোচনার মাঝে অপু বিশ্বাসের পরিপক্ব ও ভারসাম্যপূর্ণ মন্তব্য অনেককেই ভাবিয়েছে। আর এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর উপস্থিতি ঘিরে নতুন করে গুঞ্জন বাড়ছে ঢালিউডপাড়ায়।