অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি পঞ্চগড়ে ভ্রমণের জন্য রিসোর্টের খোঁজ করে একটি পোস্ট দেন তিনি। সেই পোস্টে আবার কমেন্ট করেন, জাতীয় নাগরিক পার্টি-এর উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম। এই মন্তব্য আবার মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ফারিয়া তার ফেসবুক পোস্টে লেখেন, "পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে ২/৩ দিন থাকার মতো কোনো রিসোর্ট/হোটেল কিংবা স্টে হোম এর মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন?"
অভিনেত্রীর পোস্টের পরপরই নেটিজেনরা বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করতে থাকেন। এর মধ্যেই মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। তিনি লেখেন, "তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, কম্পারেটিভলি বেটার। তাছাড়া কয়েকটা এনজিওর রিসোর্টও আছে। পঞ্চগড়ে স্বাগতম!"
শবনম ফারিয়া সারজিস আলমের এই মন্তব্যে ধন্যবাদ জানান। এরপরই সেই কমেন্টটি ভাইরাল হয়ে যায় এবং হাজার হাজার মানুষ তাতে প্রতিক্রিয়া জানায়।
সারজিসের মন্তব্য: পঞ্চগড়ের প্রতি ভালোবাসা
সারজিস আলম পঞ্চগড়ের সন্তান এবং বর্তমানে ঢাকায় বসবাস করেন। তার নিজ এলাকায় একজন জনপ্রিয় তারকা ঘুরতে আসছেন জেনে তিনি পরামর্শ দেওয়ার জন্য এগিয়ে আসেন।
১৯৯৮ সালের ২ জুলাই পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন সারজিস আলম। তিনি বিএএফ শাহীন কলেজ ঢাকা থেকে এইচ. এস. সি পাস করেন।
প্রসঙ্গত, শবনম ফারিয়া তার পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন এবং এবার পঞ্চগড়ে তাদের নিয়েই ঘুরতে যাচ্ছেন।