অভিনেতা এবং উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তার সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে খোলাখুলি কথা বলেন। এবার তিনি একটি জনপ্রিয় গল্পের মাধ্যমে ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে তার ভাবনা প্রকাশ করেছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) ফেসবুক পোস্টে জয় বলেন, “কচ্ছপ এবং খরগোশ এর গল্পটা সবাই জানে। খরগোশ জানতো তার সাথে কচ্ছপ পারবেনা। তাই সে ওভার কনফিডেন্স হয়ে গিয়েছিল। আর কচ্ছপ এই সুযোগ কাজে লাগিয়ে জিতে গিয়েছিল।”
যদিও তিনি সরাসরি ডাকসু নির্বাচনের কথা উল্লেখ করেননি, তার অনুরাগীরা বুঝতে পেরেছেন তিনি কোন বিষয়টিকে ইঙ্গিত করছেন। মন্তব্যের ঘরে অনেকেই এই প্রসঙ্গে কথা বলেছেন। একজন মন্তব্য করেছেন, “আপনি কি এটা ডাকসু নির্বাচনকে বুঝাইলেন।” এর উত্তরে জয় মজা করে বলেন, “না আমি নেপালে সরকার পতনকে বুঝাইছি।”
অন্য একজন লিখেছেন, “ঠিক। ওভার কনফিডেন্স সব সময় দেখানো উচিত নয়। এটা আমাদের বেলায়ও।”
এর কয়েক ঘণ্টা আগে জয় আরেকটি পোস্টে লিখেছিলেন, “ছোটবেলা থেকে অংক কম বুঝতাম। অংক আসলেই কঠিন।”