ক্রিকেটার শোয়েব মালিক এবং অভিনেত্রী সানা জাভেদ দম্পতির বিয়ের দেড় বছরের মাথায় যে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিল, তা আপাতত চাপা পড়েছে। গুঞ্জনের সূত্রপাত হয়েছিল সপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে।
গুঞ্জন যেভাবে ছড়াল
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যায়, একটি অনুষ্ঠানে শোয়েব মালিক ও সানা জাভেদ দুজনেই উপস্থিত থাকলেও কেউ কারও সঙ্গে কথা বলছেন না বা একে অপরের দিকে তাকাচ্ছেন না। এই দৃশ্যই নেটিজেনদের মধ্যে তাঁদের সম্পর্কে ফাটলের জল্পনা উসকে দেয়।
গুঞ্জনের জবাব ছুটির ছবিতে
তবে, এই গুঞ্জনকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে শোয়েব মালিক সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেই ছবিগুলিতে দেখা যাচ্ছে, এই তারকা দম্পতি বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন এবং তাঁদের ফুরফুরে মেজাজে সময় কাটছে।
ছবিগুলোতে তাঁদের ইউনিভার্সাল সিটি, লস অ্যাঞ্জেলেস, সান্তা মনিকা-সহ দেশটির নানান জায়গায় ঘুরে বেড়াতে দেখা গেছে। কোনো কথা না লিখে কেবল ছবিগুলো প্রকাশ করেই এই দম্পতি তাঁদের সম্পর্ক অটুট থাকার বার্তা দিয়েছেন বলে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
শোয়েব মালিকের এই পোস্ট এবং যুক্তরাষ্ট্রে তাঁদের একসঙ্গে ছুটি কাটানোর ছবি দেখে ভক্তদের ধারণা, তাঁদের দাম্পত্য জীবন স্বাভাবিক ও সুখের রয়েছে। তবে, বিচ্ছেদের গুঞ্জন নিয়ে এখনো তাঁদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।