জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী ও নৃত্যশিল্পী রেহাম রফিক সম্প্রতি সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন। নাটক ‘পারওয়ারিশ’-এ আমাল সুলাইমানের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করা এই তারকা এখন তার শৈশবের একটি নাচের ভিডিওর কারণে নেটিজেনদের কটাক্ষের শিকার হচ্ছেন।
রেহামের ছোটবেলার একটি নাচের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। এই ভিডিওর নিচে নেটিজেনরা বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করেছেন। একজন মন্তব্যকারী লিখেছেন, “সে ছোটবেলা থেকেই এটা করছে।” আরেকজন লিখেছেন, “ছোটবেলায় তাকে দেখতে খারাপ লাগত, এখনো সে তেমনই আছে।”
যদিও রেহাম মূলত একজন নৃত্যশিল্পী, তবে তিনি জানিয়েছেন যে নাচের জগতে সাফল্যের সম্ভাবনা কম হওয়ায় তিনি অভিনয়ে এসেছেন। তার অভিনয় ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছে। ছোটবেলা থেকেই তিনি মিডিয়ায় কাজ করছেন এবং নিজেকে একজন পরিণত শিল্পী হিসেবে গড়ে তুলেছেন। তার অভিনীত ‘পারওয়ারিশ’ নাটকে কিশোরী ও তরুণী মেয়েরা তার চরিত্রের সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পাওয়ায় তিনি দ্রুত জনপ্রিয়তা লাভ করেন।