পূজায় মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির নতুন সিনেমা 'দেবী চৌধুরাণী'। দীর্ঘ ১০ বছর পর তার কোনো সিনেমা পূজার সময় মুক্তি পাচ্ছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার ব্যক্তিগত জীবন ও পেশা নিয়ে খোলামেলা কথা বলেছেন।
'দেবী চৌধুরাণী' এবং পূজার সিনেমা
দশ বছর পর পূজায় সিনেমা মুক্তি পাওয়া প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, "প্রায় ১০ বছর আমার নতুন ছবি মুক্তি পেতে চলেছে দুর্গাপূজায়। এর আগে ২০১৫ সালের পুজোয় মুক্তি পেয়েছিল 'শুধু তোমারই জন্য'।" তিনি আশা করছেন, তার আসন্ন সিনেমা 'দেবী চৌধুরাণী'ও দর্শকদের ভালোবাসা পাবে। তিনি মনে করেন, পরিস্থিতি মানুষকে লড়াই করতে শেখায়, এবং কমবেশি সবার মধ্যেই 'দেবী চৌধুরাণী'র গুণ রয়েছে।
ব্যক্তিগত জীবন ও মাতৃত্ব
নিজের ব্যক্তিজীবন এবং অল্প বয়সে মা হওয়া নিয়ে সমালোচনার বিষয়ে শ্রাবন্তী বলেন, "না, এখন আর গায়ে মাখি না।" তিনি মনে করেন, অল্প বয়সে মা হওয়ার অনেক সুবিধা আছে। তিনি বলেন, "যেমন ঝিনুক হওয়ার পাঁচ বছর পরে আবার আমি কাজে ফিরি। তখন আমার মাত্র ২১ বছর বয়স।" তবে তিনি স্বীকার করেন যে, ১৬ বছর বয়স মা হওয়ার জন্য খুব কম।
শ্রাবন্তী তার ছেলে ঝিনুকের সঙ্গে সম্পর্ক নিয়ে বলেন যে, তারা মা-ছেলের চেয়ে বেশি বন্ধু। তাদের মধ্যে মাত্র ১৬ বছরের বয়সের পার্থক্য। তিনি আরও জানান যে, 'দেবী চৌধুরাণী'র চিত্রনাট্য যখন আসে, তখন তিনি সবার আগে তার ছেলেকে শুনিয়েছিলেন।
উল্লেখ্য, ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। ২০০৬ সালে তাদের একমাত্র ছেলে ঝিনুকের জন্ম হয়। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়।