বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের প্রেমের সম্পর্ক ছিল, সম্প্রতি এমন একটি গুজব ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আফ্রিদির এক সময়ের ঘনিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর রাহী দাবি করেন, ‘আফ্রিদি ও কেয়া পায়েলের সম্পর্ক আছে’ এমন একটি কথা তিনি শুনেছিলেন। এই দাবির উপর ভিত্তি করে এই গুজবটি ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গে ঘনিষ্ট একটি সূত্র ভাইব নিউজকে বলেন, এটা একটা গুজব। কেউ একজন একটা দাবি করলেই সেটা নিয়ে নিয়ে নিউজ করা যায় কিনা এমন প্রশ্নও করেন তিনি। কোনো তথ্য প্রমাণ ছাড়া এমন খবর প্রকাশ করাকে অপেশাদার কাজ বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে, তৌহিদ আফ্রিদিও বিভিন্ন সময়ে জানিয়েছেন, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভিত্তিহীন গুজব ছড়ানো তিনি সমর্থন করেন না। অভিনেত্রী দিঘীর সঙ্গেও তার বন্ধুত্বকে অনেকে প্রেমের গুঞ্জনে রূপ দিতে চেয়েছিলেন, কিন্তু আফ্রিদি বারবার বলেছেন, এসব কেবলই বন্ধুত্ব, এর বেশি কিছু নয়।
শোবিজ অঙ্গনের অনেক তারকাই ব্যক্তিগত জীবনে গুজবের শিকার হয়ে থাকেন। বিশেষ করে জনপ্রিয়তা পাওয়া মাত্রই তাদের বন্ধুত্ব বা পেশাগত সম্পর্ককেও অনেক সময় প্রেমের গুঞ্জনে রূপ দেওয়া হয়। তৌহিদ আফ্রিদি–পায়েল প্রসঙ্গটিও ঠিক তেমনই একটি গুজব।