চলচ্চিত্রের কিংবদন্তি আকিরা কুরোসাওয়ার নামে প্রবর্তিত সম্মানজনক পুরস্কারটি পেতে চলেছেন জাপানি পরিচালক লি সাং-ইল এবং অস্কারজয়ী চীনা পরিচালক ক্লোয়ি ঝাও।
আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া ৩৮তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই পুরস্কার দেওয়া হবে। যে সকল নির্মাতারা চলচ্চিত্র শিল্পে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলেন, তাঁদের সম্মান জানাতেই এই পুরস্কার দেওয়া হয়।
লি সাং-ইল: সামাজিক দ্বন্দ্বের প্রতিচ্ছবি
জাপানি নির্মাতা লি সাং-ইল তাঁর মানবিক এবং গভীর সামাজিক বিষয়বস্তু নির্ভর চলচ্চিত্রের জন্য সুপরিচিত। তিনি তাঁর কাজের মাধ্যমে মানুষের ব্যর্থতা ও মানবিক সংঘাতের মতো বিষয়গুলোকে তুলে ধরেছেন। তার সাম্প্রতিক চলচ্চিত্র 'কোকুহো', যা কান চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছিল, জাপানের বক্স অফিসে ১০ বিলিয়ন ইয়েন আয় করে রেকর্ড গড়েছে। চলচ্চিত্রটি আগামী বছরের অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে জাপানের হয়ে প্রতিনিধিত্ব করবে।
ক্লোয়ি ঝাও: কাব্যিক ও বাস্তবসম্মত নির্মাণ
অপরদিকে, চীনা পরিচালক ক্লোয়ি ঝাও বর্তমানে যুক্তরাষ্ট্রে কাজ করছেন। তার আলোচিত চলচ্চিত্র 'নোম্যাডল্যান্ড' ২০২০ সালে ভেনিস উৎসবে 'স্বর্ণ সিংহ' জিতে নেয় এবং পরবর্তীতে তিনটি অস্কার অর্জন করে। নির্বাচক কমিটি ঝাওকে পুরস্কারের জন্য মনোনীত করার কারণ হিসেবে জানিয়েছেন যে, তাঁর বাস্তবসম্মত ও কাব্যিক নির্মাণশৈলী হলিউডের গতানুগতিক চলচ্চিত্র থেকে সম্পূর্ণ আলাদা। এছাড়াও, তাঁর সাফল্য বিশ্বের অন্যান্য এশীয় নারী নির্মাতাদের অনুপ্রাণিত করেছে।
ক্লোয়ি ঝাও বলেন, "গল্পকাররা হলেন একধরনের সেতু, যা সংস্কৃতি, রাষ্ট্র, অতীত ও ভবিষ্যতের মধ্যে সংযোগ স্থাপন করে। এই ধরনের স্বীকৃতি আমাদের কাজের মূল উদ্দেশ্যকে মনে করিয়ে দেয়।"
আগামী ৩ নভেম্বর টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলাকালীন এই দুই খ্যাতিমান নির্মাতার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।