বিতর্ক যেন সবসময় তার সঙ্গী। কঙ্গনা রানাউতের নাম এলেই নতুন আলোচনার ঝড় শুরু হয়। সিনেমা হোক কিংবা সংসদ যেখানেই থাকুন না কেন, নিজের মতামত প্রকাশে কখনও পিছপা হন না তিনি। গায়ক জুবিন গর্গের হঠাৎ মৃত্যুতে গোটা দেশ যখন শোকে স্তব্ধ, তখন নীরবতা ভেঙে মৃত্যুর ছয় দিন পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। আর সেই পোস্ট ঘিরেই ফের সরগরম হয়ে উঠেছে বিনোদন দুনিয়া।
ভারতীয় গণমাধ্যম জানায়, কঙ্গনা ও জুবিনের বলিউড যাত্রা শুরু হয়েছিল একই বছরে ২০০৬ সালে। মহেশ ভাটের ‘গ্যাংস্টার’ ছবিতে নায়িকা ছিলেন কঙ্গনা, আর সেই ছবিতেই জুবিনের গাওয়া গান ‘ইয়া আলি’ দর্শক হৃদয় জয় করে নেয়। গায়কের মৃত্যুর পর কঙ্গনা নিজের সোশ্যাল মিডিয়ায় জুবিনের ছবি শেয়ার করে লেখেন- “তোমার মতো আর কেউ হতে পারবে না জুবিনদা।” এর আগে জুবিন কঙ্গনার অভিনীত ‘কৃষ ৩’ ছবিতেও গান গেয়েছিলেন।
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অসমের সোনাপুরের কামারকুচিতে জুবিন গর্গের শেষকৃত্য সম্পন্ন হয়। হাজার হাজার মানুষ শেষবারের মতো প্রিয় শিল্পীকে দেখতে রাস্তায় নেমে আসেন। এদিকে আসামের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী রণোজ পেগু জানিয়েছেন, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে জুবিনের অস্থিভস্ম ভক্তদের মধ্যে বিতরণ করা হবে।