প্রয়াত গায়ক জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়ির সামনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উত্তেজিত জনতার বিক্ষোভে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। পরে পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসআইটি) সিদ্ধার্থর বাড়িতে তল্লাশি চালায়।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গুয়াহাটির দাতালপাড়ায় অবস্থিত সিদ্ধার্থর বাসায় এ অভিযান চালানো হয়। ২০১৪ সাল থেকে জুবিনের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। অভিযোগ রয়েছে, এ সময়ের মধ্যে আসামে বিপুল সম্পদ গড়ে তুলেছেন সিদ্ধার্থ এবং ২০২৩ সাল থেকে ‘জুবিন গর্গ মিউজিক এলএলপি’-এর মালিকানাও তার কাছে চলে যায়।
তল্লাশির সময় অনেকেই ধারণা করেছিলেন, এসআইটি তাকে গ্রেপ্তার করেছে। কিন্তু পরে জানা যায়, কাউকে গ্রেপ্তার করা হয়নি। এরপর ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ির ওপর হামলা চালায়, ফলে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। পরে পরিস্থিতি সামলাতে র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়।
এদিকে জুবিন গর্গের মরদেহের ময়নাতদন্ত ইতিমধ্যেই দু’বার সম্পন্ন হলেও রহস্য এখনো কাটেনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এসআইটির রিপোর্ট সন্তোষজনক না হলে সিবিআই তদন্তের সুপারিশ করা হবে।
অন্যদিকে, নর্থ ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মোহন্তের বাসাতেও তল্লাশি চালিয়েছে পুলিশ। উল্লেখ্য, ২০ ও ২১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওই উৎসবে জুবিনের অংশ নেওয়ার কথা থাকলেও তার আগের দিন (১৯ সেপ্টেম্বর) স্কুবা ডাইভিং করতে গিয়ে তিনি মারা যান। যদিও ঘটনাটি প্রাথমিকভাবে দুর্ঘটনা হিসেবে ধরা হলেও জুবিন ভক্তদের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।