বাংলাদেশ টেলিভিশনের পর্দায় আগামী ১ আগস্ট, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’–র একটি বিশেষ সংকলিত পর্ব। ঐতিহাসিক আহসান মঞ্জিলের সামনে ধারণ করা এই পর্বটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পর্বটি প্রথম প্রচারিত হয়েছিল ২০০৯ সালের আগস্টে। ঢাকার পুরান অংশের কুমারটুলী ও বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্বে অনন্য আহসান মঞ্জিলেই উন্মুক্ত মঞ্চে ধারণ করা হয়েছিল অনুষ্ঠানটি। একসময় ঢাকার নবাবদের রাজকীয় আবাস ও জমিদারির সদর কাচারি হিসেবে ব্যবহৃত শতবর্ষী এই ভবনটি বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাদুঘর।
সংকলিত এই পর্বে থাকছে টাঙ্গাইলের একটি পর্ব থেকে বৃষ্টিকে কেন্দ্র করে নির্মিত আবেগঘন গান, যা গেয়েছেন সামিনা চৌধুরী। গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীতায়োজন করেছেন আলী আকবর রুপু।
বরাবরের মতো ‘ইত্যাদি’-র এই পর্বেও থাকছে সামাজিক বার্তাবহ নানা প্রতিবেদন। এর মধ্যে রয়েছে নীলফামারীর সীমান্তবর্তী ডিমলা গ্রামের প্রতিবন্ধী নারী বানু আক্তারের জীবনের সংগ্রাম ও সাহসিকতা নিয়ে নির্মিত মানবিক প্রতিবেদন। নাটোরের লক্ষণবাড়িয়া গ্রামের জাকির হোসেনের ব্যতিক্রমী ‘আম চিঠি’ উদ্যোগ নিয়েও থাকছে একটি বিশেষ প্রতিবেদন।
এছাড়া দেখা যাবে প্রাচীন নিদর্শন সংগ্রাহক আবদুস সামাদ মন্ডলের সংগ্রামী জীবনের গল্প, যিনি জীবনের অর্ধেক সময় ব্যয় করেছেন ঐতিহাসিক নিদর্শন সংগ্রহে। দর্শক আরও উপভোগ করবেন ভারতের আগ্রা থেকে প্রেরিত তাজমহল নিয়ে একটি তথ্যবহুল প্রতিবেদন।
সংকলিত এই পর্বে সামাজিক অসংগতি ও সমসাময়িক বাস্তবতাকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা বেশ কিছু নাট্যাংশ, জনপ্রিয় বিভাগ নানি-নাতি, মামা-ভাগনে, দর্শক পর্ব ও চিঠিপত্রও থাকবে যথারীতি।