সিনেমাপ্রেমিদের জন্য দারুণ খবর! ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ) শুরু হচ্ছে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই উৎসবে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে কান জয়ী স্বল্পদৈর্ঘ্য ছবি 'আলী'।

এই উৎসবে পরিচালক আদনান আল রাজীবের পাশাপাশি হলিউডের প্রথম সারির তারকারা যেমন অ্যাঞ্জেলিনা জোলি, ড্যানিয়েল ক্রেগ, কিয়ানু রিভস, স্কারলেট জোহানসন, রায়ান রেনল্ডস, নাটালি পোর্টম্যানসহ অনেকে উপস্থিত থাকবেন।

গত মে মাসে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে 'স্পেশাল মেনশন' স্বীকৃতি পেয়ে ইতিহাস তৈরি করা 'আলী' এবার টরন্টোতে তার উত্তর আমেরিকা প্রিমিয়ার করবে। ১৫ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য ছবিটি বাংলাদেশের এক কিশোরের গল্প তুলে ধরেছে, যে তার মায়ের মতো নারীকণ্ঠে গান গাইতে পারে।

শর্ট কাটস বিভাগে 'আলী'সহ মোট ৪৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। এই বিভাগে আরও রয়েছে ইদ্রিস অ্যালবা পরিচালিত 'ডাস্ট টু ড্রিমস' এবং কান উৎসবে স্বর্ণপাম জয়ী তৌফিক বারহোমের 'আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ'।

ভারতের অংশগ্রহণ: ‘শোলে’র ৫০ বছর ও সত্যজিৎ রায়ের ছবি

উৎসবে ভারতেরও সরব উপস্থিতি দেখা যাবে। রমেশ সিপ্পির কালজয়ী ছবি ‘শোলে’-এর ৫০ বছর পূর্তি উদযাপন করা হবে এবং এর একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়াও, অনুরাগ কাশ্যপ পরিচালিত ববি দেওলের নতুন ছবি ‘বান্দর’-এর প্রিমিয়ার হবে।

ধ্রুপদি চলচ্চিত্র বিভাগে প্রদর্শিত হবে সত্যজিৎ রায়ের ধ্রুপদি সিনেমা ‘অরণ্যের দিনরাত্রি’। এছাড়া আরও কিছু ভারতীয় ছবি, যেমন বিশাল ভরদ্বাজের 'মকবুল' এবং দীপা মেহতার 'ওয়াটার' এই উৎসবে স্থান পেয়েছে।

টরন্টো চলচ্চিত্র উৎসবের এই ১১ দিনব্যাপী আয়োজন চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।