ঈদুল আজহায় প্রেক্ষাগৃহ কাঁপানো দুই আলোচিত বাংলা সিনেমা ‘উৎসব’ ও ‘তাণ্ডব’ এবার জায়গা করে নিচ্ছে ছোট পর্দায়। আজ রাত ১২টা ১ মিনিটে, একযোগে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
বাংলাদেশের দর্শকদের পাশাপাশি বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসী বাংলা ভাষাভাষীরাও এবার ঘরে বসে উপভোগ করতে পারবেন সমসাময়িক এই দুই জনপ্রিয় ছবি।
‘উৎসব’ হৃদয়ের গল্প
পরিচালক তানিম নূর নির্মিত ‘উৎসব’ এখনো দেশের মাল্টিপ্লেক্সগুলোতে চলছে সফলভাবে। এটি একটি পারিবারিক আবহে তৈরি ছবি, যা দর্শকদের আবেগে নাড়া দিয়েছে। সিনেমাটিতে এমন এক পারিবারিক গল্প তুলে ধরা হয়েছে, যেখানে দর্শক নিজেদের জীবনের স্মৃতি, ভুল সিদ্ধান্ত, বাবা-মা কিংবা ভাইবোনের সঙ্গে কাটানো সময়কে নতুন করে অনুভব করতে পারেন।
পরিচালক তানিম নূর বলেন
“ছোটবেলায় আমরা পরিবার নিয়ে একসঙ্গে টিভির সামনে বসে নাটক বা সিনেমা দেখতাম। সেই অনুভূতিকে বড় পর্দায় ফিরিয়ে আনার চেষ্টা ছিল ‘উৎসব’। এবার চরকির মাধ্যমে সেই অভিজ্ঞতা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে।”
তিনি আরও জানান, অনেক জায়গায় সিনেমা হল নেই, তাই চরকি হচ্ছে সেই দর্শকদের জন্য এই সিনেমা দেখার সুযোগ।
অভিনয় করেছেন: আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, এফ এস নাঈম, এ কে আজাদ সেতু, শিবা শানু প্রমুখ।
‘তাণ্ডব’ অ্যাকশন আর থ্রিলারে টানটান উত্তেজনা
অন্যদিকে, পরিচালক রায়হান রাফীর অ্যাকশন-থ্রিলার ‘তাণ্ডব’-ও একই সময়ে চরকিতে মুক্তি পাচ্ছে। ঈদের সময় প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলা এই সিনেমাটি এবার আরও বড় পরিসরে ওটিটিতে দর্শক মাতাতে আসছে।
বিশেষ চমক হলো ‘তাণ্ডব’ একযোগে মুক্তি পাচ্ছে ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতেও। ফলে ওপার বাংলার দর্শকরাও এই সিনেমা দেখতে পাবেন।
অভিনয় করেছেন: শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত।
অতিথি চরিত্রে: সিয়াম আহমেদ ও আফরান নিশো।
প্রযোজনা: এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।