দক্ষিণী চলচ্চিত্রের কিংবদন্তি কমল হাসান শুধু বহুমুখী প্রতিভার জন্যই নয়, তাঁর ব্যক্তিগত জীবনকেও ঘিরে অগণিত কল্পকাহিনি ও বিতর্ক সৃষ্টি হয়েছে। এবার সামনে এসেছে এক চমকপ্রদ দাবি, যা সিনেমাপাড়া থেকে ভক্তমহল পর্যন্ত চাঞ্চল্য সৃষ্টি করেছে। কমল হাসানের কন্যা শ্রুতি হাসান সম্প্রতি নিজের ছবি ‘কুলি’ প্রচারের সময় বাবার প্রেমজীবনের কিছু অজানা দিক ফাঁস করেছেন।
শ্রুতি অকপট স্বীকার করেন, কমল হাসান একসময় বাংলার প্রখ্যাত অভিনেত্রী অপর্ণা সেনের প্রেমে পড়েছিলেন। শুধু ভাষা শেখার শখ নয়, বাবার বাংলা শেখার পেছনে সেই রোমান্টিক টানাপোড়েনই মূল কারণ ছিল। তিনি বলেন, “আপনারা জানেন কেন উনি বাংলা শিখেছিলেন? ওই সময় বাবা অপর্ণা সেনের প্রেমে পড়েছিলেন। আর তাকে ইমপ্রেস করতেই বাংলা শিখে ফেলেছিলেন।”
শ্রুতি আরও জানান, কমল হাসানের সেই প্রেমের প্রভাব তাঁর চলচ্চিত্রের পছন্দেও দেখা গেছে। ‘কবিতা’ ছবির জনপ্রিয় গান ‘শুনো শুনো গো সবে’-তে কমল হাসানের বাংলা ব্যবহারের পেছনে কেবল ছবির প্রয়োজন ছিল না, বরং রোমান্টিক উদ্দেশ্যও জড়িত ছিল। এছাড়া, ‘হে রাম’ ছবির রানী মুখার্জীর চরিত্রের নাম অপর্ণা রাখাও সেই অতীত প্রেমের স্মারক বলে শ্রুতি উল্লেখ করেছেন। বয়সে অপর্ণা সেন কমল হাসানের থেকে ৯ বছরের বড় হলেও, শ্রুতির দাবি, এটি বাবার প্রেমপ্রীতিতে কোনো বাঁধা সৃষ্টি করেনি।
এছাড়া, নিজের ক্যারিয়ার গড়ার সময় বাবার নামের ছায়া কতটা ভারী হয়ে উঠেছিল, সেটিও শ্রুতি স্বীকার করেছেন। তিনি বলেন, “আমি সবসময় চাইতাম নিজস্ব পরিচয়ে প্রতিষ্ঠিত হতে, কেবল ‘কমল হাসানের মেয়ে’ হিসেবে নয়।”