অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে আইনি বিপাকে পড়েছেন জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বেআইনি অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত একটি মামলায় ২৯ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এই তালিকায় দক্ষিণী তারকা রানা ডগ্গুবতী, কমেডিয়ান কপিল শর্মা, বিজয় দেবরকোন্ডার মতো জনপ্রিয় তারকাদের নামও রয়েছে। এখন অঙ্কুশ হাজরার নামও সেই তালিকায় যুক্ত হতে পারে বলে জানা গেছে।

তদন্তকারীদের অভিযোগ, এই তারকারা বেটিং অ্যাপগুলোর প্রচারের জন্য আর্থিক সুবিধা গ্রহণ করেছেন। ধারণা করা হচ্ছে, এসব অবৈধ অ্যাপ কোটি কোটি টাকা উপার্জন করেছে এবং সেই টাকা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চোখ এড়িয়ে অন্যভাবে সরিয়ে ফেলা হয়েছে। খুব শিগগিরই অঙ্কুশকে এই মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনা টলিউডে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আইনি ঝামেলার মধ্যেই অঙ্কুশ বর্তমানে তার আসন্ন সিনেমা 'রক্তবীজ ২'-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সৃজিত-নন্দিতা পরিচালিত এই ছবিটি আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। এই ছবিতে অঙ্কুশের পাশাপাশি মিমি চক্রবর্তী, আবীর চ্যাটার্জি, নুসরাত জাহানকাঞ্চন মল্লিক-সহ আরও অনেকে অভিনয় করেছেন।